অমর নায়ক সালমান শাহর সঙ্গে তিনটি সিনেমাতে অভিনয় করেছিলেন নন্দিত নায়িকা শাবনাজ। তমিজ উদ্দিন রিজভী পরিচালিত ‘আশা ভালোবাসা’ সিনেমাতে সালমান-শাবনাজ জুটি হয়ে প্রথম অভিনয় করেন। এরপর তারা দুজন হাফিজ উদ্দিন পরিচালিত ‘আঞ্জুমান’ ও শিবলী সাদিক পরিচালিত ‘মায়ের অধিকার’ সিনেমায় অভিনয় করেন। তিনটি সিনেমাই দর্শকের মধ্যে বেশ সাড়া ফেলে।
তবে বিশেষত ‘মায়ের অধিকার’ সিনেমাটি দর্শকের মধ্যে আলোড়ন সৃষ্টি করে। সালমান শাবনাজের অনবদ্য অভিনয় দর্শককে মুগ্ধ করেছিল।
এ বিষয়ে অভিনেত্রী শাবনাজ বলেন, ‘সালমানকে আমি ডাকনামেই ডাকতাম, অর্থাৎ ইমন নাম ধরেই ডাকতাম। তার সঙ্গে তিনটি সিনেমাতে অভিনয় করেছি। তিনটি সিনেমাকে ঘিরে তার সঙ্গে অনেক স্মৃতি। ইমন আপাদমস্তক একজন জাত অভিনেতা ছিল। যে সময়টাতে ইন্ডাস্ট্রিতে ইমন এসেছিল, সেই সময়টাতে ইন্ডাস্ট্রির জন্য আশীর্বাদ ছিল। নবাগত জুটি হিসেবে আমার আর নাইম শ্রদ্ধেয় এহতেশামের হাত ধরে চাঁদনী সিনেমার মধ্য দিয়ে অভিষেক হয়েছিল। পরে নতুন জুটি হিসেবে সালমান আর মৌসুমীর অভিষেক হয়েছিল। ইমন বেঁচে থাকলে আমাদের ইন্ডাস্ট্রির হয়তো আরও উন্নতি হতো। কিন্তু তার অকাল প্রয়াণে আমাদের অনেক বড় ক্ষতিই হলো, যা পূরণ করা আদৌ সম্ভব নয়।’
মন্তব্য করুন