ঢাকাই ছবির অন্যতম আলোচিত নায়িকা রুমানা ইসলাম মুক্তি। দেশের বর্তমান বন্যা পরিস্থিতিতে আক্রান্ত মানুষের পাশে দাঁড়ালেন এই নায়িকা। টিম গঠন করে নিজেই ছুটেছেন সহযোগিতা করতে।
রোববার (২৫ আগস্ট) নিজ জন্মভূমি কুমিল্লায় প্রায় দুই শতাধিক মানুষের জন্য নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী নিয়ে যান তিনি। এছাড়া মুক্তির আরেকটি টিম ফেনীতে ১ হাজার ৪০০ মানুষের জন্য খাবার সামগ্রী বিলিয়েছেন।
এ ব্যাপারে মুক্তি বলেন, ‘দেশের মানুষের এ বিপদের সময় সবার পাশে দাঁড়াতে হবে। এই বিপদ কেটে যাবে আশা করছি। আমি আসলে ত্রাণ না উপহার দিয়েছি আমার ভাই-বোনদের মাঝে। আমার সঙ্গে আছেন পরিবারের সদস্য সুমি ও জয়া। দেশবাসীর প্রতি আমার একটাই আহ্বান থাকবে, সবাই বন্যার্তদের সহযোগিতায় এগিয়ে আসুন।’
কিংবদন্তি শিল্পী আনোয়ারার মেয়ে মুক্তি গৌতম ঘোষের ‘পদ্মা নদীর মাঝি’ সিনেমায় চম্পার মেয়ে গোপী চরিত্রে সিনেমায় প্রথম অভিনয় করেন । এরপর নায়িকা হিসেবে ‘চাঁদের আলো’ সিনেমার মাধ্যমে বাজিমাত করেন। এরপর ‘শ্রাবণ মেঘের দিন’, ‘হাসন রাজা’ সিনেমায় দেখা গেছে তাকে।
মন্তব্য করুন