ভয়াবহ বন্যার কবলে দেশের দেশের কয়েকটি জেলার মানুষ। টানা কয়েক দিনের বর্ষা এবং উজান থেকে নেমে আসা পানিতে ফেনী, নোয়াখালী, সুনামগঞ্জ, মৌলভীবাজার, হবিগঞ্জ, চট্টগ্রাম, লক্ষ্মীপুর, বান্দরবান ও খাগড়াছড়িসহ দেশের ১৪ জেলা প্লাবিত হয়েছে। সবশেষ তথ্য অনুযায়ী কুমিল্লা জেলার ১৪টি উপজেলা প্লাবিত হয়েছে। যাতে পানিবন্দি হয়ে পড়েছে কয়েক লাখ মানুষ।
হঠাৎ করে বন্যায় হাহাকার নেমে এসেছে। তবে আশার কথা হলো এই দেশের সাধারণ মানুষ বন্যার্তদের পাশে দাঁড়িয়েছেন। বসে নেই শিল্পীরাও। সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু থেকেই সরব ছিলেন চিত্রনায়িকা মাহিয়া মাহি।
ফেসবুকে মাহি লিখেছেন, ‘আপনার বাসায় যা আছে তাই দিয়ে সহযোগিতার হাত বাড়িয়ে দিন। আমি আমার বাচ্চার আর আমার পুরানো যত কাপড় আছে সেগুলো এবং খাবার পানি পাঠাচ্ছি ইনশাআল্লাহ। আপনারাও কিছু করেন।’
মাহিয়া মাহি ঢাকাই সিনেমার নায়িকা হিসেবে তুমুল জনপ্রিয়তা অর্জন করেন। এরপর আওয়ামী লীগের রাজনীতিতেও সক্রিয় হন। গেল জাতীয় সংসদ নির্বাচনে দলীয় মনোনয়ন না পেলেও স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করে পরাজিত হয়েছিলেন তিনি।
মন্তব্য করুন