বাংলাদেশি চলচ্চিত্র ‘লতিকা’। ইতোমধ্যেই বিশ্বের বিভিন্ন দেশের চলচ্চিত্র উৎসবে প্রশংসিত হয়েছে। এবার রাশিয়ার মস্কো আন্তর্জাতিক প্রামাণ্য চলচ্চিত্র উৎসবের শর্ট কম্পিটিশন বিভাগে জায়গা করে নিয়েছে এটি। চলচ্চিত্রটি নির্মাণ করেছেন পরিচালক ও প্রযোজক সামছুল ইসলাম স্বপন।
এর গল্প লেখা হয়েছে চিত্রা নদীর পাড়ের ঐতিহ্যবাহী মালো সম্প্রদায়ের এক সংগ্রামী নারী ও তার পরিবারকে কেন্দ্র করে। যাদের জীবন ও জীবিকা নির্ভর করে ভোঁদড় দিয়ে মাছ শিকারের ওপর। যাদের জীবনে টানাপড়েনের শেষ নেই। সেই গল্পই এখন তুলে ধরা হবে মস্কো উৎসবে।
আগামী ৫-১৫ সেপ্টেম্বর শুরু হবে মস্কো আন্তর্জাতিক প্রামাণ্য চলচ্চিত্র উৎসব। এক বিজ্ঞপ্তিতে নির্মাতা স্বপন জানিয়েছেন, মস্কো আন্তর্জাতিক প্রামাণ্য চলচ্চিত্র উৎসবে লতিকা শর্ট কম্পিটিশন বিভাগে মনোনীত হয়েছে। এটি আমাদের জন্য অত্যান্ত আনন্দের। চলচ্চিত্রটি প্রদর্শনী হবে ৮ সেপ্টেম্বর সন্ধ্যায়। বাংলাদেশ ছাড়াও ব্রাজিল, চিলি, চীন, ফ্রান্স, জর্জিয়া, ইরান, ইতালি, কুর্দিস্তান, মলদোভা, নেদারল্যান্ডস, পাকিস্তান, রাশিয়া, স্পেন, সিরিয়া ও সংযুক্ত আরব আমিরাতের চলচ্চিত্র এই উৎসবে প্রতিযোগিতা করবে।
মন্তব্য করুন