প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে দেশ ছেড়েছেন আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা। সোমবার (৫ আগস্ট) দুপুর আড়াইটার দিকে দেশ ছাড়েন তিনি। কোটা সংস্কার ইস্যুতে উত্তাল পরিস্থিতির মধ্য দিয়ে ক্ষমতা ছাড়তে হলো আওয়ামী লীগ সরকারকে।
এদিকে সরকার পতনের পর থেকেই দেশের বিভিন্ন স্থানে অগ্নিসংযোগ ও লুটপাটের ঘটনা ঘটেছে, যা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন তারকারা। নির্মাতা অমিতাভ রেজা এক ফেসবুক পোস্টে লিখেছেন, এখন সহিংসতা ও অগ্নিকাণ্ড বন্ধ করা যাক। আমরা সবাইকে শান্ত থাকতে এবং শান্তিপূর্ণভাবে বাড়ি ফিরে যেতে অনুরোধ করছি। পরবর্তী পদক্ষেপটি অত্যন্ত গুরুত্বপূর্ণ।
আমরা প্রতিবাদকারীদের কাছে অনুরোধ করছি, শান্ত হয়ে দাঁড়িয়ে থাকুন এবং সেনাবাহিনীকে ছাত্রদের সঙ্গে সরাসরি আলোচনা শুরু করতে দিন, যারা আবারও আমাদের জাতিকে রক্ষা করেছে। আসুন, আমরা একসঙ্গে একটি শান্তিপূর্ণ সমাধান এবং উজ্জ্বল ভবিষ্যতের দিকে কাজ করি।
এদিকে আন্দোলনের একটি ছবি প্রকাশ করে অভিনেত্রী সাবিলা নূর লিখেছেন, একটি বাংলাদেশ তুমি জাগ্রত জনতার।
এই স্বাধীনতা তোমাদের… পুরোটাই তোমাদের। জেনারেল-জেডের রত্ন তোমরাই, এই গল্পের নায়ক-নায়িকা তোমরা। একেই বলে তরুণ্যের জয়।
এছাড়া অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশা লিখেছেন, স্বাধীন দেশে স্বাগতম। আলহামদুলিল্লাহ।
এছাড়া দেশের বিভিন্ন তারকারা সামাজিক যোগাযোগমাধ্যমে তারুণ্যের এমন অর্জনের প্রশংসা করেছেন। পাশাপাশি সবাইকে ঘরে ফিরে যাওয়ার আহ্বান করে কোনো রকমের সহিংসতা না করার আহ্বান জানিয়েছেন।
মন্তব্য করুন