টাইব্রেকারে হেরে কোপা আমেরিকার ২০২৪ আসর থেকে বিদায় নিয়েছে ব্রাজিল। আজ সকালে আমেরিকার অ্যালেজিয়েন্ট স্টেডিয়ামে মুখোমুখি হয় ব্রাজিল ও উরুগুয়ে। নব্বই মিনিট খেলা শেষে কোপা আমেরিকার নিয়ম অনুযায়ী ম্যাচ গড়ায় সরাসরি টাইব্রেকারে। সেখানে উরুগুয়ের কাছে ৪-২ গোলে হেরে বিদায় নিয়েছে ব্রাজিল। তাদের এমন বিদায়ে হতাশ সেলেসাও ভক্তরা। যেই হতাশা গ্রাস করেছে বাংলাদেশি অধিনায়ক মিশা সওদাগরকেও।
শিল্পী সমিতির বর্তমান এই সভাপতি একজন ব্রাজিল ভক্ত। প্রিয় দলের এমন খেলা দেখে নিয়মিত হতাশ তিনি, যা প্রকাশ পেয়েছে তার ফেসবুক স্ট্যাটাসে। ব্রাজিলের জার্সি পরা নিজের একটি ছবি দিয়ে মিশা লিখেছেন, ‘আমি ব্রাজিলের সমর্থক, কিন্তু আজকে ব্রাজিল যেভাবে খেলল, বা গোটা টুর্নামেন্ট যেই খেলা দিয়েছে, সেটা দিয়ে আর যাই হোক কোপা আমেরিকা চ্যাম্পিয়ন হওয়ার মতো দল না; যত ভালো প্লেয়ারই থাকুক না কেন। শুভকামনা নতুন কোন চ্যাম্পিয়নের জন্য।’ খেলা নিয়ে মিশার এমন ভালো লাগা নতুন কিছু নয়। এর আগেও খেলাধুলা নিয়ে ফেসবুকে স্ট্যাটাস দিয়ে আলোচনায় আসেন এই অভিনেতা।
মন্তব্য করুন