আমেরিকা ও কানাডায় সাবেক স্ত্রী অপু বিশ্বাস ও ছেলে আব্রামকে নিয়ে ঘুরে বেড়াচ্ছেন ঢাকাই সিনেমার সুপারস্টার শাকিব খান। এতে গুঞ্জন উঠেছে— আবারও এক হবেন শাকিব-অপু।
এমন পরিস্থিতিতে ভক্তদের নজর সুপারস্টারের বর্তমান স্ত্রী চিত্রনায়িকা শবনম বুবলীর দিকে। যদিও এ বিষয়ে নীরব থাকছেন এই অভিনেত্রী। তবে সম্প্রতি উপস্থাপক শাহরিয়ার নাজিম জয়ের শোতে মুখ খুলেছেন তিনি।
শাকিব-অপুর ঘোরাঘুরি বিষয়ক প্রশ্নের জবাবে নাজিম জয়কে বুবলী জানান, এসব বিষয়ে মাথা ঘামাতে চান না তিনি। শাকিবকে জীবন থেকে একপ্রকার মুছেই দিয়েছেন এই নায়িকা। নিজেই হয়েছেন সন্তানের (শাকিব-বুবলীর ছেলে শেহজাদ) মা ও বাবা। ছেলের যত্নআত্তিতেই মনোনিবেশ করেছেন বুবলী।
সুপারস্টারের সঙ্গে তার দাম্পত্য কলহ মিটে যাওয়ার সম্ভাবনা আছে কি না—এ বিষয়েও কথা বলতে নারাজ বুবলী। এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন ‘নো কমেন্টস’।
আরও পড়ুন : সত্যিই কি ডিভোর্স হয়েছিল শাকিব-অপুর?
এসব বিষয়ে মুখ খোলেননি শাকিব খানও। তবে সংবাদমাধ্যমকে অপু বিশ্বাস জানিয়েছেন, পরিস্থিতি কোন দিকে মোড় নেয়, তা বলা মুশকিল। এ বিষয়ে মন্তব্য না করাকেই মঙ্গল মনে করেন ঢালিউড কুইন।
এদিকে যুক্তরাষ্ট্রের পর শাকিব-অপুর নতুন গন্তব্য হয়েছে কানাডা। সোমবার সেখানকার একটি পার্কে ‘ফায়ার ওয়ার্ক’ প্রদর্শনীতে ছিলেন তারা। এ সময় ছেলেকে নিয়ে ঘুরছিলেন শাকিব।
মন্তব্য করুন