সিনেমার একটি চিত্র।
সিনেমার একটি চিত্র। ছবি: সংগৃহীত

সেরা আন্তর্জাতিক সিনেমা ‘অল কোয়ায়েট অন দ্য ওয়েস্টার্ন ফ্রন্ট’

জার্মান সিনেমা ‘অল কোয়ায়েট অন দ্য ওয়েস্টার্ন ফ্রন্ট’ অস্কারের ৯৫তম আসরে সেরা আন্তর্জাতিক ফিচার সিনেমার পুরস্কার পেয়েছে। আজ বাংলাদেশ সময় সোমবার সকালে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের ডলবি থিয়েটারে জমকালো আয়োজনে এ পুরস্কার ঘোষণা করা হয়।

নেটফ্লিক্সে মুক্তির পরই আলোচনা শুরু হয় সিনেমাটি নিয়ে। এরিখ মারিয়া রেমার্কের একই নামের উপন্যাস থেকে ‘অল কোয়ায়েট অন দ্য ওয়েস্টার্ন ফ্রন্ট’ সিনেমাটি তৈরি হয়েছে।

এর আগে ব্রিটিশ একাডেমি ফিল্ম অ্যাওয়ার্ডসে (বাফটা) সেরা সিনেমা, সেরা পরিচালক, সেরা অ–ইংরেজিভাষী সিনেমাসহ সাত বিভাগে পুরস্কার পেয়ে রেকর্ড গড়ে যুদ্ধবিরোধী সিনেমাটি।

সেরা আন্তর্জাতিক সিনেমা বিভাগে এই সিনেমা ছাড়াও মনোনয়ন পেয়েছিল ‘আর্জেন্টিনা’, ‘ক্লোজ’, ‘ইয়ো’, ‘দ্য কোয়ায়েট গার্ল’।

সেরা আন্তর্জাতিক সিনেমার পাশাপাশি সেরা অরজিনাল স্কোর, সেরা প্রোডাকশন ডিজাইন পুরস্কারও পেয়েছে সিনেমাটি।

Related Stories

No stories found.
logo
kalbela.com