বলিউডের ভার্সেটাইল অভিনেত্রী ইয়ামি গৌতম। অভিনয় থেকে কয়েক মাস ধরেই ছিলেন দূরে। ছিলেন না খবরেরও শিরোনামে। কারণ মাতৃত্বকালীন সময়টি শুধুই তিনি দিতে চেয়েছিলেন অনাগত সন্তানকে। এরই মধ্যে ইয়ামির মা হওয়ার সংবাদটি ছড়িয়ে পড়েছে গণমাধ্যমসহ সামাজিক যোগাযোগমাধ্যমে।
গত ১০ মে মুম্বাইয়ের একটি বেসরকারি হাসপাতালে প্রথমবারের মতো পুত্র সন্তানের জন্ম দেন। এর ১০ দিন পর অভিনেত্রীর স্বামী আদিত্য ধর ইয়ামির ইনস্টাগ্রাম থেকে ছেলের নামসহ তার আগমন খবরটি সবাইকে জানান। এর পরই অভিনন্দন ও ভালোবাসায় ভরে ওঠে ইয়ামির মন্তব্য বক্স।
নির্মাতা আদিত্য ধরের সঙ্গে ২০২১ সালের ৪ জুন অনেকটা গোপনেই বিয়েবন্ধনে আবদ্ধ হন ইয়ামি। তবে এর আগে দুজনই ছিলেন প্রেমের সম্পর্কে। যার সূত্রপাত হয় ২০১৯ সালে মুক্তি পাওয়া ‘উড়ি: দ্য সার্জিক্যাল স্ট্রাইক’ সিনেমার সেট থেকে।
মন্তব্য করুন