মাত্র ২৮ বছর বয়সেই থেমে গেল ভারতের তামিল ইন্ডাস্ট্রির জনপ্রিয় সুরকার ও সংগীতশিল্পী প্রবীণ কুমারের জীবন। দীর্ঘ অসুস্থতার পর ২ মে তার মৃত্যু হয়। তার মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে বিনোদন অঙ্গনে।
এর আগে ১ মে বিকেলে প্রবীণ কুমারকে তামিলনাডুর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। কিন্তু চিকিৎসা শুরু হলেও তার স্বাস্থ্যের কোনো উন্নতি হচ্ছিল না। সেখানে চিকিৎসাধীন অবস্থাতেই না ফেরার দেশে পাড়ি জমান এই শিল্পী।
এই খবর প্রকাশ্যে আসতেই তার ভক্তদের মধ্যে শুরু হয় নানা আলোচনা। তারা বলছেন, মাত্র ২৮ বছর বয়সে এমন তরুণ সংগীতশিল্পী কীভাবে প্রয়াত হলেন! প্রবীণ কুমার এই পৃথিবীকে বিদায় জানিয়েছেন একথা মেনে নিতে না পেরে সোশ্যাল মিডিয়ায় শোক প্রকাশ করেছেন অনেকেই।
সংগীতজগতের এমন একটি উজ্জ্বল নক্ষত্র কীভাবে হারিয়ে যেতে পারে, তা ভেবে পাচ্ছেন না তামিল ইন্ডাস্ট্রির তারকারাও। খুব অল্প সময়েই গানপ্রেমীদের অন্তরে পাকাপাকি স্থান করে নিয়েছেন তিনি। তার সৃষ্টিগুলোই তাকে বাঁচিয়ে রাখবে সবার মনে।
মন্তব্য করুন