একটা সময় অভিনয় দিয়ে ছিলেন আলোচনায়। সিনেমায় ঝলমলে ক্যারিয়ার ছিল তার। সবকিছু যেন মুহূর্তেই শেষ হয়ে যায়। এরপর ২০০ কোটি রুপির মানি লন্ডারিং মামলায় জড়িয়ে যায় তার নাম। যার ফলে অনেক দিন ধরেই অভিনয় থেকে দূরে চলে যান অভিনেত্রী জ্যাকুলিন ফার্নান্দেজ। এবার কাজে ফিরলেন তিনি। তবে সিনেমা নয় নতুন একটি মিউজিক ভিডিওতে দেখা যাবে তাকে। ফ্রেন্স ও ক্যামেরুনের শিল্পী টাইকের সঙ্গে গানটিতে কণ্ঠ দিয়েছেন শ্রেয়া ঘোষাল। খবর : বলিউড হাঙ্গামা
ইমি ইমি শিরোনামের এই গানটির টিজার ৬ মার্চ মুক্তি পাবে। পুরো গান প্রকাশ হবে ৮ মার্চ। টাইক ও রানা সোটালের কথায় গানটির সংগীত পরিচালনা করেছেন রাজত নাগপাল। দীর্ঘদিন পর কাজে ফেরার বিষয়টি জ্যাকুলিন নিজেই জানালেন ভক্তদের।
ইনস্টাগ্রামে নতুন গানের একটি ছবি শেয়ার করে লেখেন, সবাই প্রস্ত হয়ে যান। যৌথ আয়োজনে আমার নতুন ধামাকা আসছে। গানটি প্লে ডিএমফ ইউটিউব চ্যানেলে প্রাকাশ করা হবে।
জ্যাকুলিন বর্তমানে নির্মাতা আহমেদ খানের ওয়েলকাম টু জঙ্গল সিনেমার শুটিং নিয়ে ব্যস্ত সময় পার করছেন। সিনেমাটি এ বছরের ২০ ডিসেম্বর মুক্তির পরিকল্পনা রয়েছে।
মন্তব্য করুন