অবশেষে চার হাত এক হলো রাকুল প্রীত সিং এবং জ্যাকি ভাগনানির। বুধবার (২১ ফেব্রুয়ারি) ভারতীয় বিভিন্ন সংবাদ মাধ্যম বলছে, ইতোমধ্যেই তাদের বিয়ের অনুষ্ঠান শেষ হয়েছে। গোয়ায় পাঞ্জাবি রীতি মেনে বিয়ে করেছেন এই তারকা জুটি।
দক্ষিণ গোয়ার আইটিসি হোটেলে বিয়ের আয়োজন বসেছিল রাকুল-জ্যাকির। সেখানে দুই পরিবারের ঘনিষ্ঠ আত্মীয় এবং বন্ধুদের পাশাপাশি একাধিক বলিউড তারকা অংশ নিয়েছিলেন। এই তালিকায় ছিলেন শিল্পা শেঠি, আয়ুষ্মান খুরানা, অর্জুন খুরানা, ডেভিড ধাওয়ান প্রমুখ।
এর আগে (১৭ ফেব্রুয়ারি) শনিবার রাতেই সপরিবার গোয়ায় উড়ে গিয়েছিলেন হবু বর ও কনে। সংগীত, মেহেদি, গায়েহলুদের পাশাপাশি বিয়ের সমস্ত উদযাপনে হয়েছে গোয়াতে।
২০২১ সালের অক্টোবরে রাকুল প্রীতের জন্মদিনে এক ইনস্টাগ্রাম পোস্টে প্রেমের বিষয়টি জানান জ্যাকি ভগনানি। এরপর থেকে বিভিন্ন সামাজিক অনুষ্ঠানে নিয়মিত দেখা গেছে তাদের। তবে নিজেদের সম্পর্ক নিয়ে জনসমক্ষে তেমনভাবে আলোচনা না করলেও কখনও সেভাবে লুকোছাপাও করেননি তারা।
মন্তব্য করুন