কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৫ ফেব্রুয়ারি ২০২৪, ০৯:৩০ এএম
আপডেট : ০৫ ফেব্রুয়ারি ২০২৪, ১০:৫৩ এএম
অনলাইন সংস্করণ

এবার পুনমকে নিয়ে ‘প্রাক্তন স্বামীর’ বিস্ফোরক মন্তব্য

পুনম পণ্ডের সঙ্গে স্বামী স্যাম বম্বে। ছবি : সংগৃহীত
পুনম পণ্ডের সঙ্গে স্বামী স্যাম বম্বে। ছবি : সংগৃহীত

নীল সিনেমার জগতের পরিচিত ভারতীয় অভিনেত্রী পুনম পান্ডে। সম্প্রতি ভূয়া মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার একদিন পর প্রকাশ্যে এসে অরোচনার জন্ম দেয় বলিউডে। এবার তাকে নিয়ে মন্তব্য করেছেন ‘প্রাক্তন স্বামী’ স্যাম বম্বে। সম্প্রতি ভারতীয় সংবাদ মাধ্যম জানিয়েছে, স্যাম বম্বে দুটি চাঞ্চল্যকর মন্তব্য করেছেন। এক, পুনমের সঙ্গে তার এখনও বিচ্ছেদ হয়নি। দুই, পুনম দেশের সবচেয়ে শক্তিশালী মহিলা। একদিন সবাই ওঁকে বুঝবেন।

মূলত বিশ্ব ক্যানসার দিবস উপলক্ষ্যে ‘জরায়ুমুখের ক্যানসার’ নিয়ে সচেতনতা বৃদ্ধি করতেই নাকি এমনটি করেছিলেন এই অভিনেত্রী। এরপরই সমালোচনার তীরে বিদ্ধ হতে থাকেন পুনম।

ভারতে প্রতি বছর জরায়ুমুখের ক্যানসারে লাখ লাখ নারী আক্রান্ত হন। তাদের জন্য মডেল হয়ে এসেছেন পুনম। যদিও নিজের এই মিথ্যার জন্য ক্ষমা চেয়েছেন তিনি।

স্যাম দাবি করেন, যখন পুনমের মৃত্যুর খবর রটেছিল তখন থেকে তিনি সেই খবর অবিশ্বাস করেছেন। তার মতে, পুনমের খারাপ কিছু হয়নি সেটা তিনি অন্তর থেকে অনুভব করতে পেরেছেন। যুক্তি, কারও সঙ্গে কেউ যদি অন্তর থেকে একাত্ম থাকেন তা হলে এই ধরনের অনুভূতি তৈরি হয়। তার ক্ষেত্রেও সেটাই। সেই জোরেই তিনি সংবাদমাধ্যম এবং সামাজিক পাতায় দাবি জানিয়েছিলেন, অভিনেত্রীর কিছুই হয়নি। তিনি বিশ্বাস করতে পারছেন না। খুব শিগগিরিই কিছু একটা জানাতে পারবেন। সবটা প্রকাশ্যে আসবে। এই জায়গা থেকেই তিনি খুশি, পুনম বেঁচে আছেন। ভালো আছেন।

একই সঙ্গে পুনমের প্রতি তার জোরালো সমর্থন, দেশের সবচেয়ে শক্তিশালী নারী। তাই তো জরায়ুর ক্যান্সারের মতো বিষয়কে নিজের জীবনের সঙ্গে জড়িয়ে নিতে পেরেছেন। এখনও মানসিক দিক থেকে মারাত্মক শক্তিশালীরা চট করে নিজের জীবনে মৃত্যুকে ঠাঁই দিতে পারেন না। পুনম সেটা পেরেছেন।

আজ সবাই তাকে কটাক্ষে বিদ্ধ করছেন। আগামীতে তার সাহসিকতার প্রশংসা করবে গোটা দেশ। বুঝতে পারবে পুনমকে। আসলে অভিনেত্রী তার সময়ের থেকে অনেকটা এগিয়ে।

২০২০ সালের সেপ্টেম্বরে গাঁটছড়া বেঁধেছিলেন পুনম-স্যাম। সেই মাসেই গোয়ায় মধুচন্দ্রিমায় গিয়ে বিতর্কে জড়ান। দক্ষিণ গোয়ার ক্যানাকোনা থানায় স্বামী স্যাম বম্বের বিরুদ্ধে শারীরিক নির্যাতনের অভিযোগ দায়ের করেন তিনি। তার পর মাসখানেকের মধ্যে বিচ্ছেদ হয় স্যাম-পুনমের।

একনজরে দেখে নেওয়া যাক পুনম পান্ডের আলোচিত বিভিন্ন কাণ্ড-

পুনম সর্বপ্রথম আলোচনায় আসেন ২০১১ সালে। সে সময় ভারত বিশ্বকাপ জিতলে প্রকাশ্যে নগ্ন হওয়ার ঘোষণা দেন তিনি। যা নিয়ে রীতিমতো তোলপাড় শুরু হয় দেশটিতে। কিন্তু ধোনীর দলের বিশ্বকাপ জয়ের পর আর সে কথা রাখেননি পুনম। প্রকাশ্যে নগ্ন হতেও দেখা যায়নি।

এরপর আবারও আইপিএল। নিয়ে একই ঘোষণা দেন পুনম। সে বছর তিনি বলেন, শাহরুখ খানের টিম কলকাতা নাইট রাইডার্স ফাইনালে জিতলে তিনি নগ্ন ছবি প্রকাশ করবেন। নাইট রাইডার্স জয়ী হওয়ার পর কথা রাখেন পুনম। সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন নগ্ন ছবি। যা মুহূর্তের মধ্যে দাবানলের মতো ছড়িয়ে পড়ে।

একইভাবে ২০১৪ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপে শ্রীলঙ্কাকে হারাতে পারলে ভারতীয় দলের জন্য নগ্ন হওয়ার ঘোষণা দেন পুনম। সে সময় এক্সে (টুইটার) অভিনেত্রী লিখেছিলেন, ‘টি-টোয়েন্টি বিশ্বকাপে শ্রীলঙ্কাকে হারিয়ে ভারত যদি বিশ্বকাপ পায়, তাহলে ভারতীয় ক্রিকেট টিমের জন্য তার উপহার নগ্ন ভিডিও!’ কিন্তু ভারত সে বছর আর চ্যাম্পিয়ন হতে পারেনি।

পুনম পাণ্ডের অভিষেক চলচ্চিত্র ‘নাশা’। ২০১৩ সালের ২৬ জুলাই মুক্তি পায় সিনেমাটি। কিন্তু মুক্তির আগেই সিনেমাটির পোস্টার নিয়ে তীব্র হয়েছিল বিতর্ক। পোস্টারে পুনমের শরীর আবৃত করেছিল মাত্র দুটি প্ল্যাকার্ড। আর এ নিয়ে মুম্বাই জুড়ে বিক্ষোভ চরমে ওঠে যায়।

২০১৭ সালে ‘প্যান্ডে অ্যাপ’ নামে একটি অ্যাপ চালু করেন অভিনেত্রী। যেখানে নিজের ব্যক্তিগত ছবি দিতে যাত্রা শুরু করেন। কিন্তু অ্যাপটি চালুর এক ঘণ্টার মধ্যে গুগল থেকে এটি বন্ধ করে দেওয়া হয়। কারণ সেই অ্যাপে পুনম তার প্রাপ্তবয়সক ছবি, ভিডিও পোস্ট করতেন।

২০১৯ সালের জানুয়ারির শেষের দিকে পুনম পাণ্ডে তার অন্তরঙ্গ মুহূর্তের একটি ভিডিও ইনস্টাগ্রামে পোস্ট করেন। যেখানে তার বয়ফ্রেন্ডের সঙ্গে চুম্বনরত অবস্থায় দেখা যায় তাকে। আর সেই ভিডিওটি মুহূর্তেই ভাইরাল হয়ে যায়। এ নিয়ে শুরু হয় তোলপাড়। পরে বিতর্কের মুখে ভিডিওটি ডিলিট করেন এই অভিনেত্রী। সাফাই গেয়ে পুনম দাবি করেন— বয়ফ্রেন্ডের বাড়িতে পুনম তার ফোনটি ভুলবশত ফেলে এসেছিলেন। আর ওই বন্ধু তার ইনস্টাগ্রামে ভিডিওটি পোস্ট করেন।

ওই একই বছরে ‘প্রাইভেট রুম’ নামে একটি ছোট ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করেন পুনম। যেখানে তাকে অর্ধনগ্ন অবস্থায় বাথটাবে স্নান করতে দেখা যায়। এরপরই তার এই ভিডিও নেট দুনিয়ায় ভাইরাল হয়। এ নিয়েও সমালোচনার মুখে পড়েন এই অভিনেত্রী।

২০২০ সালের মে মাসের মাঝামাঝি সময়ে গ্রেপ্তার হন পুনম পাণ্ডে। লকডাউন অমান্য করে বিলাসবহুল গাড়ি নিয়ে মেরিন ড্রাইভে বয়ফ্রেন্ডকে নিয়ে ঘুরে-বেড়াচ্ছিলেন তিনি। স্থানীয় পুলিশ তাদের অনুরোধ করলেও তা অমান্য করেন এ অভিনেত্রী। পরে তাকে গ্রেপ্তার করা হয়। যদিও পরে জামিনে ছাড়া পান।

২০২১ সালে পর্নোগ্রাফি তৈরি ও সেগুলো বিভিন্ন অ্যাপে প্রচারের অভিযোগে গ্রেপ্তার হন বলিউড অভিনেত্রী শিল্পা শেঠির স্বামী রাজ কুন্দ্রা। এরপর পুনম পাণ্ডে পুলিশের কাছে অভিযোগ করেন— রাজের হাত ধরেই অ্যাডাল্ট সিনেমা ইন্ডাস্ট্রিতে পা রাখেন তিনি। ভয়-ভীতি দেখিয়ে চুক্তিতে স্বাক্ষর করানো হয় তাকে। চুক্তিতে লেখা ছিল— তাদের ইচ্ছা মতো শুটিং, পোজ ও লুক দিতে হবে। শুধু তাই নয় শিল্পার স্বামীর বিরুদ্ধে মামলা দায়ের করতে বম্বে আদালতের দ্বারস্থ হন পুনম।

পুনম পান্ডের একের পর এক বিতর্কিত কর্মকাণ্ডে বাড়ি ছাড়তে বাধ্য হয়েছিলেন তার বাবা-মা। পুনমের বিতর্কিত কর্মকাণ্ডের কারণে সোসাইটি থেকে বের করে দেওয়া হয়েছিল তাদের। তবে এ নিয়ে তার বাবা-মা তাকে কিছু বলেননি। কারণ পুনমই তাদের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি ছিলেন।

পুনম পাণ্ডে রক্ষণশীল ব্রাহ্মণ পরিবারের মেয়ে। তারপরও কেন তিনি এ ধরনের ঘটনা ঘটিয়েছেন? এক সাক্ষাৎকারে এ প্রশ্নের উত্তর দিয়েছিলেন পুনম। তার ভাষায়— ‘আমি যেভাবে চারপাশে চর্চিত হয়েছি, তার সবটাই প্রচার কৌশল। আমি এমন একটা মেয়ে যার কোনো চেনা পরিচিতি এই ইন্ডাস্ট্রিতে ছিল না। তবু লোকজন আমাকে চেনেন। আমার ধারণা, আমি সফল হয়েছি।’

এসব কিছুর পর আবারও নিজের মৃত্যুর খবর রটিয়ে আলোচনায় আসলেন অভিনেত্রী। যদিও তার ভাষায়, মানুষকে ক্যানসার সম্পর্কে সচেতন করতেই অভিনব এই কাণ্ড ঘটিয়েছেন তিনি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গাজা যুদ্ধবিরতিতে ৯০ শতাংশ অগ্রগতি

এবার ইসরায়েলের হয়ে ইয়েমেনে বিমান হামলা চালাল যুক্তরাষ্ট্র

বীর মুক্তিযোদ্ধার লাশ দাফন আটকে দিল পাওনাদাররা

সোমবার রাজধানীতে যান চলাচলে বিশেষ নির্দেশনা   

আইনজীবী আলিফ হত্যা, তদন্ত কমিটির সদস্যদের পদত্যাগ

রাখাইনে জান্তার সদরদপ্তর দখল করেছে আরাকান আর্মি

দৌলতদিয়া ৭ নম্বর ফেরিঘাট বন্ধ

রাজধানীতে ট্রাফিক আইন লঙ্ঘনে ১২৪১ মামলা 

‘স্বৈরাচারের দোসররা দুর্নীতি করে সেকেন্ড হোম বানিয়ে পালিয়ে আছে’

বুয়েট ছাত্র নিহতের ঘটনায় আসামিরা ২ দিনের রিমান্ডে

১০

নারী এশিয়া কাপের ফাইনালে বাংলাদেশের স্বপ্নভঙ্গ

১১

৩০০ মিলিয়ন ডলার পাচার / শেখ হাসিনা-জয়ের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান শুরু

১২

শেখ হাসিনার বিরুদ্ধে ইন্টারপোলের রেড নোটিশ জারি

১৩

অ্যাম্বুলেন্স-অটোরিকশার সংঘর্ষে প্রাণ গেল কৃষি কর্মকর্তার

১৪

দুই লঞ্চের মুখোমুখি সংঘর্ষ, অল্পের জন্য রক্ষা পেলেন বহু যাত্রী

১৫

চাল ধোয়া পানিতে লুকিয়ে আছে স্কিনের আসল রহস্য

১৬

দুই নৌরুটে ফেরি চলাচল শুরু

১৭

ইস্টার্ন ইউনিভার্সিটিতে শিক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান

১৮

দেশ কোনো দলের কাছে ইজারা দেওয়া হয়নি : ধর্ম উপদেষ্টা

১৯

কসবায় উদ্ধার করা মর্টারশেলের বিস্ফোরণ

২০
X