প্রেমের গুঞ্জনের মধ্যেই অনেকটা গোপনেই বাগদান সারলেন বলিউড তারকা পুলকিত সম্রাট ও কৃতি খরবান্দা। দুজনের প্রেমের গুঞ্জন সর্বত্র আলোচনায় থাকলেও আনুষ্ঠানিকভাবে স্বীকার করেননি কেউই। এরমধ্যেই জানা গেল তাদের বাগদানের খবর।
এ দুই তারকার প্রেমের গুঞ্জনের শুরু ২০১৯ সাল থেকে। তাদের বাগদানের খবর প্রথমেই প্রকাশ করেন ভারতীয় সংবাদমাধ্যম পিংক ভিলা। তাদের ইনস্টাগ্রাম পেজে বাগদানের একটি ছবি শেয়ার করে। সেখানে দেখা যায়- পাশাপাশি রাখা হাতে আংটি পরানো রয়েছে।
এর পর থেকেই ছবিগুলো অন্তর্জালে ছড়িয়ে পড়ে। ভারতীয় একাধিক গণমাধ্যমেও এ নিয়ে সংবাদ প্রকাশিত হয়েছে। যেখানে বলা হয়েছে, বাগদান সেরে ফেলেছেন এ দুই তারকা।
জানা যায়, ঘরোয়া আয়োজনেই বাগদান সেরেছেন পুলকিত ও কৃতি। শিগগিরই বিয়ে করবেন তারা।
ভারতীয় টেলিভিশন অভিনেতা পুলকিত সম্রাট। একাধারে তিনি চলচ্চিত্র অভিনেতা এবং মডেল। বিট্টু বস চলচ্চিত্র দিয়ে তার বলিউডে অভিষেক হয়। তার অভিনীত অন্যান্য চলচ্চিত্রগুলো ফুকরে, ডলি কি ডোলি, সনম রে, জুনুনিয়াত।
অন্যদিকে ‘শাদি মে জরুর আনা’, ‘রাজ : রিবুট’, ‘হাউজফুল-৪’, ‘চৌদ্দ ফেরে’ ইত্যাদি সিনেমায় অভিনয় করে জনপ্রিয় হয়েছেন কৃতি।
মন্তব্য করুন