ভারতীয় টেনিস তারকা সানিয়া মির্জার সঙ্গে বিচ্ছেদ জল্পনার মধ্যেই সবাইকে চমকে দিয়ে আবার বিয়ে করলেন পাকিস্তান দলের সাবেক অধিনায়ক শোয়েব মালিক। পাকিস্তানি অভিনেত্রী সানা জাভেদকে বিয়ে করেছেন তিনি।
সানিয়া এখন ব্যস্ত অস্ট্রেলিয়ান ওপেনে ধারাভাষ্য দিতে। তার মাঝেই বিয়ে সেরে ফেললেন শোয়েব। বিয়ের কথা শোয়েব নিজেই জানিয়েছেন। বিয়ের ছবি ইনস্টাগ্রামে পোস্ট করেছেন পাত্র-পাত্রী দুজনই। তাদের বিয়ের ছবি প্রকাশ হওয়ার পর থেকেই শুরু হয়েছে নানা আলোচনা-সমালোচনা।
ইতোমধ্যেই শোয়েবের বিয়েকে ঘিরে ট্রল করতে শুরু করেছে নেটিজেনরা। বলিউঢের জনপ্রিয় সিনেমা পিকের একটি ভিডিও ক্লিপ ব্যবহার করে ট্রল করছে অনেকেই। যা রীতিমতো ভাইরাল হয়েছে।
Filmy v/s Reality Filmy :- Sarfaraz Dhoka nahi Dega Reality:- Sarfaraz Dhoka hi Deta hai #ShoaibMalik betraying Sania Mirza to marry #SanaJaved without Divorce proves this again.#SaniaMirza pic.twitter.com/SbSnpswuJq — Vansh Vardhan (@Rockstar82vansh) January 20, 2024
সানা জাভেদের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হওয়ার আগে শোয়েব আরো দুবার বিয়ে করেছিলেন। প্রথম স্ত্রী আয়েশা সিদ্দিকীর পর ২০১২ সালে তিনি ভারতীয় টেনিস তারকা সানিয়া মির্জাকে বিয়ে করেন। আয়েশার সঙ্গে ডিভোর্স হলেও সানিয়ার সঙ্গে শোয়েবের ছাড়াছাড়ি হয়েছে কি না, তা এখনও স্পষ্ট নয়।
এদিকে শোয়েবের এই হঠাৎ বিয়ের আগে সানিয়া সামাজিক যোগাযোগমাধ্যম থেকে শোয়েবের স্মৃতি মুছে ফেলেন যা দেখে অনেকেই ধারণা করেন যে তাদের মধ্যে বিচ্ছেদ হয়ে গেছে। এ ছাড়াও ছবি মুছে ফেলার সঙ্গে সঙ্গে একটি উদ্ধৃতিও শেয়ার করেছেন তিনি। তাতে লেখা রয়েছে- ‘বিয়ে কঠিন, ডিভোর্সও কঠিন। নিজের জন্য কোন কঠিনটা বাছবেন, সেটা আপনার সিদ্ধান্ত…, ঋণগ্রস্ত থাকা কঠিন, স্বনির্ভর হওয়াটাও কঠিন। নিজের মতো কঠিনটা বাছুন… আসলে জীবনে কোনো কিছুই সহজ নয়। সবটাই কঠিন। কিন্তু আমরা কোন কঠিনটা বাছব, সেটা আমাদের ব্যাপার। ভেবেচিন্তে সিদ্ধান্ত নিন’।
মন্তব্য করুন