বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন ভারতীয় অভিনেত্রী রাকুল প্রীত সিং। দীর্ঘদিনের প্রেমিক অভিনেতা ও প্রযোজক জ্যাকি ভগনানিকেই বিয়ে করছেন তিনি। আগামী ২২ ফেব্রুয়ারি ভারতের গোয়া শহরে বিয়ে করবেন তারা। অনুষ্ঠানে দুই পরিবারের সদস্যদের বাইরে অল্প কজন অতিথি থাকবেন। খবর হিন্দুস্তান টাইমসের।
২০২১ সালের অক্টোবরে রাকুল প্রীতের জন্মদিনে তাকে প্রেমের প্রস্তাব দেন জ্যাকি ভগনানি। ইনস্টাগ্রাম পোস্টে প্রেমের বিষয়টি জানিয়েছিলেন রাকুলের এই প্রেমিক। এরপর থেকেই বিভিন্ন অনুষ্ঠানে নিয়মিত দেখা যেত দুজনকে।
সর্বশেষ ‘থ্যাংক গড’ ছবিতে দেখা গেছে রাকুল প্রীতকে। ১৯৯৬ সালে মুক্তিপ্রাপ্ত ‘ইন্ডিয়ান’ সিনেমার সিকুয়্যাল ‘ইন্ডিয়ান ২’ চলচ্চিত্রেও দেখা যাবে তাকে। এতে কমল হাসানের বিপরীতে অভিনয় করেছেন তিনি।
হিন্দি ছাড়াও, তেলুগু, তামিল ও কন্নড় ভাষার সিনেমাতে জনপ্রিয় রাকুল প্রীত। বলিউডে ক্যারিয়ার শুরুর আগে দক্ষিণ ভারতের ছবিতে পরিচিত মুখ হয়ে ওঠেন তিনি। ২০১৪ সালে ‘ইয়ারিয়া’ সিনেমার মাধ্যমে বলিউডে অভিষেক হয় তার।
মন্তব্য করুন