শুরু হয়েছে ‘বিগ বস ওটিটি-২’। প্রায় এক যুগ ধরে এই টিভি শো সঞ্চালনার দায়িত্ব সামলাচ্ছেন বলিউড ভাইজান সালমান খান। এই রিয়্যালিটি শো-এর এবারের সিজনে প্রতিযোগী হিসেবে মিয়া খলিফাকে দেখা যেতে পারে। শোতে অংশগ্রহণের প্রস্তাব পেয়েছেন তিনি। ভারতীয় সংবাদমাধ্যম থেকে জানা যায়, ওয়াইল্ড কার্ড প্রতিযোগী হিসেবে বিগ বসে আসতে পারেন এই তারকা।
মিয়া খলিফার অংশগ্রহণের সংবাদে নানা আলোচনা-সমালোচনা শুরু হয়েছে। তবে এসবের মধ্যেই সালমান দিয়েছেন শালীনতা বজায় রাখার ঘোষণা। তিনি সাফ জানিয়েছেন, বিগ বস ওটিটি-তে সেন্সরের বাড়াবাড়ি থাকবে হয়তো থাকবে না, তাই বলে যা খুশি তা করা যাবে না। এ ছাড়া পরিস্থিতি অন্যরকম হলে নিজেই সামাল দেবেন বলে জানিয়েছেন সালমান। তিনি বলেন, ‘প্রতিযোগীদের এ দেশের ঐতিহ্য ও সংস্কৃতি ভুলে গেলে চলবে না’।
সংবাদমাধ্যমের আলাপচারিতায় দর্শকদের আশ্বস্ত করেছেন সালমান খান। জানিয়েছেন, বিগ বস ওটিটিতে এমন কিছু ঘটবে না যেটি ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের বিপক্ষে। এ ছাড়া দর্শকের প্রত্যাশা নিয়ে সচেতন তিনি। এই শোতে তিনি এমন কিছু ঘটতে দেবেন না, যেটি ভারতের সংস্কৃতিকে কলুষিত করে।
মন্তব্য করুন