বলিউড বাদশাহ শাহরুখ খানের সঙ্গে দেখা করতে ভক্তদের আগ্রহের শেষ নেই। এজন্য এই সুপারস্টারের বাড়ি ‘মান্নাত’ এর সামনে ভিড় করে ভক্তরা। এক নজর দেখতে দিন-রাত অপেক্ষা করেন তারা।
এবার সেই মান্নাতের সমানে বিপুলসংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে। তবে ভক্তদের ভিড় সামলানোর জন্য নয়। ভারতের সংবাদমাধ্যম উইওন জানিয়েছে, মান্নাতের সামনে বিক্ষোভ দেখাতে জড়ো হয়েছেন এক সংগঠনের সদস্যরা।
আনটাচ ইয়ুথ ফাউন্ডেশন নামে এক সংগঠনের সদস্যরা প্ল্যাকার্ড হাতে জড়ো হন মান্নাতের বাইরে। তারা প্রতিবাদ জানাচ্ছেন একটি অনলাইন গেমিং অ্যাপের বিরুদ্ধে।
তারা বলেন, ‘খ্যাতনামা সব অভিনেতা-অভিনেত্রীরা অনলাইন গেমিং অ্যাপের প্রচার করছেন। যা যুবসমাজকে বিভ্রান্ত করছে এবং সমাজকে ভুল পথে চালিত করছে।’
এ কারণেই এই ফাউন্ডেশন শাহরুখ খানের বাড়ির বাইরে বিক্ষোভ প্রদর্শন করছে। যদিও ঘটনাস্থলে পুলিশ এসে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করেছে।
শাহরুখ বর্তমানে এ২৩ নামক একটি গেমিং অ্যাপের শুভেচ্ছাদূত হিসেবে রয়েছেন। ভারতের বিভিন্ন জায়গায় এই গেমের হয়ে প্রচার করতেও দেখা গেছে তাকে। সেই কারণেই এই বিক্ষোভ প্রদর্শন।
মন্তব্য করুন