চাঁদে ‘চন্দ্রযান-৩’-এর সফল অবতরণ নিয়ে উচ্ছ্বাসে ভাসছেন ভারতীয়রা। সাফল্য হাতে আসতে না আসতেই এই অর্জনকে পর্দায় দেখাতে সিনেমা তৈরির হিড়িক পড়ে গেছে ভারতে। পরিচালকরা লাইন ধরেছেন ছবির নাম রেজিস্টি করাতে।
আমেরিকা, রাশিয়া ও চীনের পর চতুর্থ দেশ হিসেবে চাঁদে পৌঁছেছে ভারত। তবে ভারতই প্রথম দেশ হিসেবে চাঁদের দক্ষিণ মেরুতে অবতরণ করেছে। চন্দ্রযান-৩ এর সফল অবতরণের একদিন না পেরোতেই একাধিক চিত্রপরিচালক ও প্রযোজনা সংস্থা সিনেমার নাম রেজিস্টার করতে উঠেপড়ে লেগেছেন। ‘চন্দ্রযান-৩’ এর সাফল্যের কাহিনির অনুপ্রেরণায় সিনেমা তৈরির উদ্দেশ্যে তারা ভিড় জমিয়েছেন প্রোডিউসারস গিল্ড অব ইন্ডিয়া, ইমপ্পা, আইএফটিপিসির কার্যালয়ে।
ইমপ্পার এক কর্মী জানান, এরই মধ্যে অনেক প্রযোজক ও প্রোডাকশন হাউস তাদের সিনেমার নাম নথিভুক্ত করতে এসেছে। নামগুলোর মধ্যে আছে, ‘বিক্রম ল্যান্ডার’, ‘চন্দ্রযান-৩’, ‘মিশন চন্দ্রযান-৩’, ‘চন্দ্রযান-৩ : দ্য মুন মিশন’, ‘ভারত চাঁদ পার’।
তিনি আরও জানান, বহু আবেদন পেয়েছেন তারা। যদিও কয়েকটিকেই অনুমতি দেওয়া হবে। আগামী সপ্তাহে আবেদনগুলো খতিয়ে দেখবেন তারা।
সূত্র : হিন্দুস্থান টাইমস বাংলা।
মন্তব্য করুন