সিনেমার পোস্টার নকলের অভিযোগ উঠেছে বলিউড ভাইজান সালমান খানের বিরুদ্ধে। তিনি ২০২০ সালে মুক্তি পাওয়া ‘মিসেস সিরিয়াল কিলার’ সিনেমার পোস্টার চুরি করেছেন। যা আলোচনায় এসেছে সালমানের আসন্ন ছবি ‘সিকান্দার’র নতুন পোস্টার প্রকাশ্যের পর। খবর : ফ্রি প্রেস জার্নাল
‘মিসেস সিরিয়াল কিলার’ সিনেমার পোস্টারে অভিনেত্রী জ্যাকুলিন ফার্নান্দেজকে দেখা যায় হাতে ধারালো একটি অস্ত্র এবং তার চোখে মুখে আক্রোশ। ঠিক একইরকম ভাবে সালমানকে উপস্থিত করা হয়েছে ‘সিকান্দার’ এর প্রথম পোস্টারে। যা নিয়ে শুরু হয় সমালোচনা। দাবি উঠেছে, সেই ছবির পোস্টারই হুবহু নকল করা হয়েছে সালমানের এই ‘সিকান্দার’ ছবির পোস্টারে।
‘সিকান্দার’ ছবিতে সালমানের বিপরীতে দেখা যাবে দক্ষিণের রাশমিকা মান্দানা ও কাজল আগরওয়ালকে। সাজিদ নাদিয়াদওয়ালার প্রযোজনা ও এ আর মুরুগাদোসের পরিচালনায় আসন্ন ঈদে সালমানের এই ছবি মুক্তি পাবে।
মন্তব্য করুন