বলিউড অভিনেতা সাইফ আলী খান। বছরের শুরুতে দুষ্কৃতকারীর হামলায় গুরুতর আহত হন তিনি। এরপর ধারণা করা হয় তার বাড়িতে চুরির উদ্দেশ্যেই ঘটে এমন ঘটনা। তবে এবার নিজেই চোরের ভূমিকায় হাজির হবেন এই অভিনতা। ওয়েব ফিল্ম ‘জুয়েল থিফ : দ্য হাইস্ট বিগিনস’-এ তাকে দেখা যাবে নতুন এই চরিত্রে। খবর : নেটফ্লিক্স
সম্প্রতি এই ওয়েব ফিল্মের প্রচারণা অনুষ্ঠানে উপস্থিত হন সাইফ। তবে ঘাড়ে বড়সড় ব্যান্ডেজ বাঁধা ছিল তার। বাঁ হাত ঢাকা ছিল কালো ব্যান্ডেজে। এরপর প্রকাশিত হয় তার নতুন এই ফিল্মের টিজার। যেখানে তাকে একজন চোরের ভূমিকায় দেখায়। যে বিভিন্ন সময় বিভিন্ন ধরনের রূপ ধারণ করে। এটি পরিচালনা করেছেন সিদ্ধার্থ আনন্দ। এই নির্মাতার সঙ্গে এটি সাইফের তৃতীয় কাজ।
একটি মূল্যবান হীরা চুরির ঘটনা নিয়ে তৈরি হয়েছে ‘জুয়েল থিফ’। সাইফ ছাড়াও এতে আরও অভিনয় করেছেন জয়দীপ আহলাওয়াত।
মন্তব্য করুন