ভারতের জনপ্রিয় গায়ক দর্শন রাওয়াল বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন। দীর্ঘদিনের বন্ধু ধারাল সুরেলিয়ার সঙ্গে নতুন জীবন শুরু করেছেন তিনি। খবর : বলিউড লাইফ
বিয়ের খবরটি নিজেই জানিয়েছেন এই গায়ক। শনিবার (১৮ জানুয়ারি) রাতে ইনস্টাগ্রামে বিয়ের ছবি শেয়ার করে ক্যাপশনে দর্শন লিখেছেন, ‘চিরকালের সেরা বন্ধু।’ এরপর থেকেই শুভেচ্ছা ও প্রশংসায় ভাসছেন নব এই দম্পতি।
২০১৪ সালে রিয়েলিটি শো ‘ইন্ডিয়াস র স্টার’-এ অংশগ্রহণের পর দর্শন রাওয়াল খ্যাতি অর্জন করেন। এরপর তিনি ‘প্রেম রতন ধন পায়ো’, ‘সনম তেরি কসম’, ‘তেরা সুরুর’, ‘লাভযাত্রী’র মতো বেশ কয়েকটি সিনেমার জন্য গান গেয়েছেন। এ ছাড়া তার কণ্ঠে অসংখ্য জনপ্রিয় গান রয়েছে।
মন্তব্য করুন