বলিউড অভিনেতা সাইফ আলী খানের ওপর হামলাকারীকে অবশেষে আটক করেছে মহারাষ্ট্র পুলিশ।
রোববার (১৯ জানুয়ারি) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
মুম্বাই পুলিশ জানিয়েছে, রোববার সকালে মহারাষ্ট্রের ঠাণে এলাকা থেকে তাকে ঘুমন্ত অবস্থা আটক করা হয়। এ সময় তার কাছ থেকে কাস্তে জাতীয় ধারাল অস্ত্র এবং একটি তোয়ালে পাওয়া গিয়েছে।
আটক ব্যক্তি প্রথমে নিজের নাম বিজয় দাস বললেও পরে জানা যায় তার নাম মোহাম্মদ শরিফুল ইসলাম শাহজাদ।
মহারাষ্ট্র উপ-পুলিশ কমিশনার দীক্ষিত গেদাম সংবাদ সম্মেলনে জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে নিশ্চিত হওয়া গেছে শাহাজাদ সাইফ আলী খানের বাড়িতে চুরি করার উদ্দেশ্যে গিয়েছিলেন। তার কাছে ভারতের কোনো নথিপত্র নেই।
এর আগে সাইফের বাড়ির সিসিটিভি ভিডিও থেকে জড়িত সন্দেহে আকাশ কৈলাস ক্যানোজিয়া নামে এক জনকে আটক করা হয়। আটক দুজনকেই জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।
এর আগে ভারতের বান্দ্রায় নিজ বাড়িতে দুর্বৃত্তের ছুরিকাঘাতে আহত হন অভিনেতা সাইফ আলী খান। বুধবার (১৫ জানুয়ারি) রাত আড়াইটার দিকে এ ঘটনা ঘটে।
বর্তমানে এ অভিনেতা শঙ্কামুক্ত হলেও আরও কিছু দিন মুম্বাইয়ের লীলাবতী হাসপাতালে চিকিৎসাধীন থাকবেন।
মন্তব্য করুন