ভারতীয় সংগীতশিল্পী শান। ভায়াবহ বিপদ থেকে রক্ষা পেয়েছেন তিনি। ভারতীয় গণমাধ্যম ফিল্মফেয়ার ডটকম থেকে জানা যায় মঙ্গলবার (২৪ ডিসেম্বর) মুম্বাইয়ের বান্দ্রার ফরচুন অ্যাপার্টমেন্টে এই শিল্পীর বাসায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। তবে এখন পর্যন্ত হতাহতের খবর পাওয়া যায়নি।
এক ভিডিওতে দেখা যায় বান্দ্রার ফরচুন অ্যাপার্টমেন্টের ১১ তলার একটি ফ্ল্যাট থেকে রাত ১টা ৪৫ মিনিটের দিকে ধোঁয়া বের হতে দেখা যায়। যে ফ্ল্যাটে শান থাকেন। এরপর খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় ফায়ার সার্ভিসের ১০টি গাড়ি। প্রাথামিকভাবে জানা যায় আগুনের কারণ শর্ট সার্কিট থেকে হতে পারে। তবে এই অগ্নিকাণ্ডের সময় শান ও তার পরিবারের সদস্যরা ফ্ল্যাটে ছিলেন কি না, তা জানা যায়নি।
মন্তব্য করুন