বলিউড স্টার অক্ষয় কুমারের বিরুদ্ধে ধর্মীয় ভাবাবেগে আঘাত আনার অভিযোগ তুলেছে আগ্রার রাষ্ট্রীয় হিন্দু পরিষদ।
‘ওহ মাই গড-টু’ সিনেমা মুক্তির পর থেকেই বিতর্ক পিছু ছাড়ছে না এই চিত্রনায়কের। সম্প্রতি সেন্সর বোর্ডের রোষানলে পড়েছিল ছবিটি।
সিনেমাটি মুক্তি পেতেই রোষের মুখে পড়েন অক্ষয়। বেশ চটেছেন হিন্দু পরিষদ নেতা। এমনকি অক্ষয়কে চড় মারার জন্য পুরস্কারের ঘোষণা করেছেন তিনি।
হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে জানা যায়, পরিষদ নেতা ঘোষণা করেছেন—যে ব্যক্তি অক্ষয় কুমারকে থুতু ছেটাবে কিংবা চড় মারবে তাকে পুরস্কার দেওয়া হবে ১০ লাখ রুপি।
আরও পড়ুন : লেডি সিংহাম দীপিকা
অন্যদিকে গত বৃহস্পতিবার আগ্রার সিনেমা হলের বাইরে পোড়ানো হয়েছে অক্ষয়ের কুশপুত্তলিকা ও সিনেমাটির পোস্টার। পাশাপাশি সিনেমাটি প্রদর্শন নিষিদ্ধ করার দাবি তোলে হিন্দু পরিষদ ভারত সংগঠন।
অক্ষয়ের বিরুদ্ধে অভিযোগ, এই সিনেমায় ধর্মীয় ভাবাবেগে আঘাত করেছেন তিনি। সে কারণে বলিউড অভিনেতাকে ‘সবক’ শেখাতে এমন ঘোষণা দিয়েছে আগ্রার হিন্দু সংগঠন।
মন্তব্য করুন