অস্কারের সংক্ষিপ্ত তালিকায় জায়গা হলো না ২০২৪ সালের বলিউডে জনপ্রিয় সিনেমা লাপাতা লেডিসের। ৯৭তম অ্যাকাডেমি অ্যাওয়ার্ডসের আন্তর্জাতিক পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র বিভাগের জন্য ভারত থেকে আমির খান প্রযোজিত ‘লাপাতা লেডিস’ পাঠানো হয়েছিল। কিন্তু সংক্ষিপ্ত তালিকায় জায়গা পেতে ব্যর্থ হয়ে ছবিটি। খবর: ইন্ডিয়ান এক্সপ্রেস
কিরণ রাও পরিচালিত ‘লাপাতা লেডিস’ নিয়ে অস্কার জয়ের স্বপ্ন দেখেছিলেন ভারতীয় সিনেপ্রেমীরা। সেই স্বপ্ন এবার অধরাই রয়ে গেল। মঙ্গলবার (১৭ ডিসেম্বর) পরের রাউন্ডের জন্য ১৫টি সিনেমার নাম ঘোষণা করা হয়। আর সেই সংক্ষিপ্ত তালিকায় জায়গা করতে ব্যর্থ হয় সিনেমাটি।
এই সিনেমার প্রধান চরিত্রে অভিনয় করেছেন স্পর্শ শ্রীবাস্তব, নীতাংশি গোয়েল ও প্রতিভা রত্না। এছাড়া ছবিতে বিশেষ ভূমিকা পালন করেছেন ভোজপুরী অভিনেতা রবি কিষাণ, ছায়া কদম।
২০২৪-এর ১ মার্চ বড় পর্দায় মুক্তি পেয়েছিল আমির খান প্রযোজিত ও কিরণ রাও পরিচালিত ছবি ‘লাপাতা লেডিস’। ৫ কোটি রুপি বাজেটের ছবিটি তৈরি করা হলেও, ছবিটির আয় হয়েছে আনুমানিক ২৫ কোটি রুপি। প্রথমে ছবিটি বড় পর্দায় মুক্তি পেয়েছিল। সেইসময় দর্শকদের দ্বারা প্রশংসিত হয়েছিল। পরবর্তীতে ওটিটি প্ল্যাটফর্মে ছবিটি মুক্তি পায়। তারপর আরও বেশি জনপ্রিয়তা পায় ‘লাপাতা লেডিস’।
মন্তব্য করুন