ভারতের গ্যাংস্টার লরেন্স বিষ্ণোই। সালমান খানকে খুনের হুমকি ও সবশেষ এনসিপির নেতা বাবা সিদ্দিকের হত্যার সঙ্গে তার সখ্যতা নতুন করে আলোচনয় আনে তাকে। এবার তাকে নিয়ে নির্মিত হচ্ছে ওয়েব সিরিজ। খবর : ফ্রি প্রেস জার্নাল
সিরিজটি প্রযোজনা করছে জানি ফায়ার ফক্স ফিল্ম প্রোডাকশন হাউস। ইতোমধ্যেই ‘ইন্ডিয়ান মোশন পিকচার্স অ্যাসোসিয়েশ’ এটি নির্মাণে ছাড়পত্র দিয়েছে।
সিরিজে লরেন্সের অপরাধ জগতের নানা দিক তুলে ধরা হবে। ভারত ছাড়াও তার অরাধের নেটওয়ার্ক বিশ্বের কোন কোন দেশে আছে তার বিস্তারিত দেখানো হবে।
লরেন্স বিষ্ণোইয়ের চরিত্রে কে অভিনয় করবে সেটি জানানো হয়নি। এটি প্রযোজনা করছেন পলিটিশিয়ান অমিত জনি। এটি নির্মান করবে কে সে বিষয়েও রাখা হয়েছে গোপনীয়তা।
মন্তব্য করুন