বলিউডের আসন্ন সিনেমা ‘বার্লিন’এ রাহুল বসুর সঙ্গে পর্দায় দেখা যাবে অনুপ্রিয়া গোয়েনকাকে। অনেক আগে থেকেই রাহুলের অভিনয়ের ভক্ত অনুপ্রিয়া। বার্লিন ছবিতে রাহুলের সঙ্গে ঘনিষ্ট দৃশ্যে অভিনয় করতে হয়েছে অভিনেত্রী।
ঘনিষ্ঠ দৃশ্যে অভিনয় করে অস্বস্তিতে পড়েছেন অনুপ্রিয়া। সম্প্রতি সেই অভিজ্ঞতা নিয়ে তিনি কথা বলেছেন ভারতীয় গণমাধ্যমে। জানিয়েছেন, রাহুলের সঙ্গে অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করা নাকি মোটেই সহজ ছিল না।
অভিনেত্রী জানান, শুটিং সেটে স্বাভাবিক কথাবার্তাই বলতেন রাহুল। তব ঘনিষ্ঠ দৃশ্যের আগে নাকি অভিনেতার আচরণ বদলে গিয়েছিল। খুবই লজ্জা পাচ্ছিলেন রাহুল। অভিনেত্রী বলেন, আমরা কয়েকটি ছবি তুলছিলাম। রাহুল তখন কতটা লজ্জা পাচ্ছিলেন তা বলে বোঝোতে পারব না। আমার তাকে অমন লাজুকভাবেই দেখতে ভালো লাগছিল। যদিও বিষয়টাই খুব অস্বস্তিকর ছিল।
অনুপ্রিয়া জানান, রাহুলের লাজুক মুহূর্তটা উপভোগ করছিলেন এবং বিষয়টি নিয়ে অভিনেতার সঙ্গে রসিকতাও করছিলেন তিনি। রাহুলকে লজ্জা পেতে দেখে নিজেও সামান্য ভয় পেয়েছিলেন অনুপ্রিয়া। অভিনেত্রী বলেন, ওই মুহূর্তে তিনি অস্বস্তি বোধ করলেও ছবিগুলো খুব সুন্দর উঠেছিল।
রাহুলের প্রতি ভালোলাগার কথা প্রকাশ করে অনুপ্রিয়া আরও বলেন, ছোটবেলায় সবারই একজন পছন্দের তারকা থাকেন, যাকে নিয়ে আমরা নানা কল্পনা করি। আমার পছন্দের তারকা ছিলেন রাহুল বসু। অভিনেত্রী জানান, এক সময় মনে মনে রাহুলের সঙ্গে অভিনয় করার জন্য প্রার্থনাও করেছিলেন তিনি।
মন্তব্য করুন