বলিউডের ‘ইমার্জেন্সি’ সিনেমা নিয়ে জটিলতা যেন কাটছেই না। ৬ সেপ্টেম্বর এটি বিশ্বব্যাপী মুক্তির কথা থাকলেও সেটি সম্ভব হয়নি। এবার সেন্সর বোর্ডের ছাড়পত্র পেল সিনেমাটি। তবে বেশ কিছু দৃশ্য বাদ দেওয়ার শর্তে মুক্তি দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। এমনটাই জানিয়েছে ভারতের সেন্ট্রাল বোর্ড অফ ফিল্ম সার্টিফিকেশন।
কঙ্গনা রানাওয়াতের ইমার্জেন্সি থেকে বেশকিছু দৃশ্য বাদ দেওয়ার নির্দেশ ভারতীয় সেন্সর বোর্ড। যেই দৃশ্যের মধ্যে রয়েছে পাকিস্তানি সৈন্যরা বাংলাদেশি শরণার্থীদের আক্রমণ, তিনজন নারীর শিরশ্ছেদসহ কিছু হত্যার দৃশ্য। এসব সংশোধন করেই সিনেমাটি মুক্তি দিতে পারবে কঙ্গনা। তবে সেন্সরে ছাড়পত্র পেলেও ‘ইমার্জেন্সি’ কবে মুক্তি পাবে সে বিষয়ে কিছুই জানাননি কঙ্গনা। এর আগে সিনেমাটির মুক্তি নিয়ে হত্যার হুমকিও পান তিনি।
এই সিনেমার প্রধান চরিত্রে কঙ্গনাকে অভিনয় করতে দেখা যাবে। পাশাপাশি সিনেমাটি পরিচালনা ও প্রযোজনার দায়িত্বে রয়েছেন এই অভিনেত্রী।
মন্তব্য করুন