বলিউড অভিনেত্রী রিচা চাড্ডা ও অভিনেতা আলি ফজলের ঘরে নতুন অতিথি এসেছে। ১৬ জুলাই কন্যা সন্তানের জন্ম দেন রিচা। এরপর বৃহস্পতিবার ১৮ জুলাই সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে এক বিবৃতির মাধ্যমে আলি ফজল আনুষ্ঠানিকভাবে সুখবর টি সবাইকে জানান।
রিচার ইনস্টাগ্রাম থেকে আলি একটি পোস্ট করে লিখেছেন, ‘আমরা আনন্দের সঙ্গে জানাচ্ছি, গত ১৬ জুলাই আমরা এক সুস্থ কন্যা সন্তানের মা-বাবা হয়েছি। আমাদের দুই পরিবারও খুব খুশি। ভালোবাসা ও আশীর্বাদ দেওয়ার জন্য আমাদের শুভাকাঙ্ক্ষীদের অসংখ্য ধন্যবাদ।’
রিচা ও আলি দীর্ঘদিন প্রেমের সম্পর্কে থাকার পর ২০২২ সালে বিয়ে বন্ধনে আবদ্ধ হন। এ বছরের শুরুতেই অভিনেত্রী দিয়েছিলেন মা হওয়ার খবর। কয়েক দিন আগে বেবি বাম্পের ছবি প্রকাশ করে দেন মা হওয়ার খবর।
মন্তব্য করুন