রাজু আহমেদ
প্রকাশ : ০৯ মার্চ ২০২৫, ০২:৩৬ এএম
আপডেট : ১০ মার্চ ২০২৫, ০৮:৫৯ এএম
অনলাইন সংস্করণ

অপূর্ণতার বেদনা নিয়ে পুনরায় তুমি

অপূর্ণতার বেদনা নিয়ে পুনরায় তুমি
অপূর্ণতার বেদনা নিয়ে পুনরায় তুমি

যেখানে সূর্যাস্তের রক্তিম আভা শেষ হয়, সেখানেই আবার সূর্যোদয়ের প্রতিশ্রুতি জেগে ওঠে। ঠিক তেমনি, ভালোবাসার অধ্যায়ও কখনো সম্পূর্ণ শেষ হয়ে যায় না। শুধু পাতা উল্টায়, আবার নতুন করে লেখা শুরু হয়। ‘পুনরায় তুমি’ নাটকের পর্দায় ফুটে উঠেছে এমনই এক প্রেমকাহিনি, যেখানে হৃদয়ের গভীরে লুকিয়ে থাকা অনুরাগ আবার জেগে ওঠে অপ্রত্যাশিত মিলনের মধুর মুহূর্তে।

দুটি প্রেমিক হৃদয়ের দূরত্ব যখন সময়ের হাতছানিতে মিলিয়ে যায়, তখন শুধু রয়ে যায় স্মৃতির সুগন্ধি আর অপূর্ণতার বেদনা। ‘পুনরায় তুমি’ নাটকে গালিব আর ফারহার প্রেমের যাত্রাপথও এমন কাঁটা বিছানো—যেখানে বিরহ-বেদনার অশ্রুসিক্ত পথ পেরিয়ে আবার জন্ম নেয় নতুন ভোরের আশা।

নির্মাতা মিথুন আহমেদের এই অনন্য সৃষ্টিতে মীর রাব্বী চরিত্রায়িত ‘গালিব’, যার সাহিত্যিক মনের গভীরতা তাকে করেছে অনন্য, আর প্রিয়ন্তী উর্বীর ‘ফারহা’ চরিত্রটি এক রহস্যময়ী প্রেমিকা, যার হৃদয়ের দ্বার খুলতে দর্শকদের ভাসতে হবে ভালোবাসার গভীর সাগরে। তিনি বলেন, ‘জীবনের চাকা যখন ঘুরে যায়, তখন অনেক কিছুই বদলে যায়; কিন্তু হৃদয়ের গভীরে লুকানো প্রেম কখনোই মরে না। আমরা যখন সাফল্যের শিখরে পৌঁছাই, তখন প্রায়ই ভুলে যাই সেই হাত, যে হাত ধরে শুরু করেছিলাম যাত্রা। ‘পুনরায় তুমি’ এমনই একটি কাহিনি, যেখানে হারিয়ে যাওয়া দিনগুলোর স্মৃতি আবার ফিরে আসে অপ্রত্যাশিত মিলনের মাধ্যমে।’ নাটকের আকর্ষণ আরও বাড়িয়েছেন আশিক খান চৌধুরী, তাসলিমা তাহারিন, পাপ্পু, প্রিয়াংকাসহ আরও অনেক অভিনেতা-অভিনেত্রী তাদের অসাধারণ অভিনয় দক্ষতা দিয়ে।

মীর রাব্বী তার চরিত্র সম্পর্কে বলেন, ‘নদীর দুই তীরে দাঁড়িয়ে থাকা দুটি হৃদয়ের মতো, গালিব আর ফারহা—একে অপরের জন্য জন্ম নেওয়া, কিন্তু নিয়তির খেলায় বিচ্ছিন্ন। আমাদের জীবনেও এমন মুহূর্ত আসে, যখন আমরা ভুলে যাই সেই শপথগুলো, যা কখনো ভাঙার কথা ছিল না।’

প্রিয়ন্তী উর্বী মুগ্ধ কণ্ঠে বলেন, ‘ভালোবাসার এই যাত্রাপথে মিষ্টি-তিক্ত অনুভূতির যে রোমাঞ্চ, তা দর্শক হৃদয়ে গেঁথে যাবে। মীর রাব্বীর সঙ্গে অভিনয় করা আমার জন্য সবসময়ই বিশেষ, আমাদের কেমিস্ট্রি দর্শকদের মুগ্ধ করবে বলে আশা করি।’

নাটকটির শুটিং হয়েছে ঢাকার উত্তরার দিয়াবাড়ী ও সেখানকার এক ঘন জঙ্গলের ভেতরে কিছু দারুণ লোকেশনে। প্রকৃতির অপূর্ব সৌন্দর্যের মাঝে গল্পের আবেগ ফুটিয়ে তোলা হয়েছে, যা দর্শকদের জন্য বাড়তি আকর্ষণ যোগ করবে।

ঈদের প্রথম সপ্তাহে ইউটিউবে প্রকাশিত হবে ‘পুনরায় তুমি’ একটি প্রেমকাহিনি যা বলে যাবে, ভালোবাসা কখনোই শেষ হয়ে যায় না, শুধু থেমে থাকে সময়ের কোনো এক বাঁকে, আবার ফিরে আসার অঙ্গীকারে। জীবনের অসংখ্য ঝড়-ঝাপ্টা পেরিয়েও দুটি প্রেমিক হৃদয় যখন আবার মিলিত হয়, তখন সেই পুনরাবৃত্তিই হয়ে ওঠে জীবনের সবচেয়ে মধুর সিম্ফনি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হাইকোর্টের ৯ নির্দেশনা মেনে করতে হবে অনলাইন ব্যবসা

হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকে বাদ দেওয়ায় এডমিনকে গুলি করে হত্যা

যুদ্ধবিধ্বস্ত হাজারো গাজাবাসীকে প্রতিদিন ইফতার করাচ্ছে হাফেজ্জী চ্যারিটেবল

মাগুরায় শিশু ধর্ষণ / গভীর রাতে আদালতে শুনানি, ৪ আসামি রিমান্ডে

শক্তি বাড়ছে চীনের, টার্গেটে কি ভারত?

ময়মনসিংহে অটোরিকশা-ট্রাকের সংঘর্ষে নিহত ৩

প্রকৃতিতে পসরা সাজিয়েছে চোখজুড়ানো বরুণ ফুল

সকালের শুরুতেই তীব্র যানজটে নাকাল রাজধানীবাসী

টাঙ্গাইলে সড়ক দুর্ঘটনায় নিহত ২

জবি ঊষার নতুন নেতৃত্বে নাইম-লিশা

১০

ওআইসির সদস্যপদ ফিরে পেল সিরিয়া

১১

ইতিহাস গড়তে ডালাস যাবে ব্যান্ড নগর বাউল

১২

বনানীতে সড়ক দুর্ঘটনায় ২ পোশাক শ্রমিক নিহত

১৩

মাগুরার সেই শিশুটির সবশেষ অবস্থা

১৪

কানাডা কাকে প্রধানমন্ত্রী হিসেবে বেছে নিল?

১৫

জামা না কেনায় মার্কেটে দুই তরুণীকে ‘জিম্মি’, সাংবাদিককে হেনস্তা

১৬

আজ সারা দেশে ছাত্রদলের মানববন্ধন কর্মসূচি

১৭

টিভিতে আজকের খেলা

১৮

সাবেক এমপির বাড়ি দখল করা সেই নারী সমন্বয়ক গ্রেপ্তার

১৯

বাবা হারালেন অভিনেত্রী রুনা খান

২০
X