প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে দেশ ছেড়েছেন আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা। সোমবার (৫ আগস্ট) দুপুর আড়াইটার দিকে দেশ ছাড়েন তিনি।
সরকার পতনের পর চিত্রনায়িকা পরীমণি উচ্ছ্বাস প্রকাশ করে লিখেছিলেন, তিন বছর আগে এই ৫ আগস্ট যেভাবে আমার স্বাধীনতা কেড়ে নিয়েছিল। প্রকৃতি হিসেব রাখে মা।
এদিকে বিকেলের পর থেকেই বিভিন্ন জায়গাতে ভাঙচুরের খবর পাওয়া গেছে। বিভিন্ন প্রতিষ্ঠানে হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনার পর পরীমণি লিখেছেন, শান্তি চাই!! লুটপাট, থানা আক্রমণ, প্রতিহিংসা চাই না!! আমরা সংযত হই, দায়িত্ববান হই। প্রিয় বাংলাদেশে আর রক্তপাত চাই না।
মন্তব্য করুন