ঢাকা-৭ আসনের নৌকার সংসদ সদস্য প্রার্থী মোহাম্মদ সোলায়মান সেলিম ভোট দিয়েছেন। রোববার (৭ জানুয়ারি) ইসলামিয়া উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ভোট দেন তিনি। এ সময় সোলায়মান সেলিমের সঙ্গে ছিলেন তার স্ত্রী, ছোট ভাই ইরফান সেলিম ও তার স্ত্রীসহ পরিবারের অন্য সদস্যরা।
এ সময় সোলায়মান সেলিম বলেন, সন্ত্রাসের বিরুদ্ধে শান্তির সপক্ষে আমার বাবা হাজী সেলিম যে লড়াই লড়েছেন সেই লড়াইকে অব্যাহত রাখতে চাঁদাবাজি সন্ত্রাসকে নির্মূল করতে ও স্মার্ট ঢাকা-৭ আসন তথাপি পুরান ঢাকা গড়তে নৌকার কোনো বিকল্প নেই। আমি নির্বাচিত হলে পুরান ঢাকার ঐতিহ্য রক্ষা করেই পুরান ঢাকার আমূল সংস্কার করব। নিরাপদ ও বসবাসের উপযোগী করে গড়ে তুলব পুরান ঢাকাকে।
তিনি বলেন, রাজধানীর পুরান ঢাকাকে বাসযোগ্য করে তুলতে হলে সারাদেশের যে বৃহৎ পরিসরে উন্নয়নের কাজ প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকার নিয়েছে তা পুরান ঢাকার ক্ষেত্রেও নিতে হবে। আমি নির্বাচিত হতে পারলে আদি ঢাকার ঐতিহ্য নষ্ট না করে পুরান ঢাকাকে আধুনিক ও স্মার্ট পুরান ঢাকা হিসেবে গড়ে তুলব।
তিনি আরও বলেন,আমি আমার জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী। ভোটাররা বিভিন্ন কেন্দ্রে ভোট দিচ্ছে শান্তিপূর্ণভাবে। তার আগে সকাল সাড়ে ১০ টায় বর্তমান সাংসদ হাজী মোহাম্মদ সেলিম ভোট দিয়ে চলে যান।
মন্তব্য করুন