রাজধানীর শান্তিনগর হাবিবুল্লাহ বাহার কলেজ কেন্দ্রে ভোট দিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল।
রোববার (৭ জানুয়ারি) সকাল সাড়ে ৮টায় পর দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট দেন তিনি।
এ সময় ভোটার উপস্থিতি নিয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেন, কেমন ভোটার উপস্থিতি হয়েছে বা হচ্ছে আমি জানিনা। আমি এসেছি, আমার ভোটটা দিয়ে গেছি।
এর আগে আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাজধানীর ধানমন্ডির ঢাকা সিটি কলেজ কেন্দ্রে ভোট দিয়েছেন। রোববার (৭ জানুয়ারি) সকাল ৮টায় এ কেন্দ্রে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট দেন তিনি।
ঢাকা সিটি কলেজ কেন্দ্রে প্রথম ভোটার হিসেবে ভোট দেন শেখ হাসিনা। এ সময় তার কন্যা সায়মা ওয়াজেদ পুতুল একই কেন্দ্রে ভোট দিয়েছেন।
মন্তব্য করুন