দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে লক্ষ্মীপুর-১ আসনের ঈগল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী মো. হাবিবুর রহমান পবনের নির্বাচনী এজেন্টকে নৌকা প্রতীকের প্রার্থী আনোয়ার হোসেন খানের সমর্থক দ্বারা হয়রানি অভিযোগ ওঠেছে।
শনিবার (৩০ ডিসেম্বর) এ ঘটনায় লক্ষ্মীপুর-১ (রামগঞ্জ) সংসদ নির্বাচনের উপজেলা নির্বাহী অফিসার মোছা. শারমিন ইসলাম ও রামগঞ্জ উপজেলা নির্বাচনী অনুসন্ধানী কমিটির বিচার বিভাগীয় কর্মকর্তা পলাশ বর্ষন বরাবর লিখিত অভিযোগ করা হয়েছে।
অভিযোগে বলা হয়, গতকাল শনিবার (৩০ ডিসেম্বর) লক্ষ্মীপুর-১ আসনের ঈগল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী মো. হাবিবুর রহমান পবনের নির্বাচনী এজেন্ট সফিকুল ইসলামের বাড়ির সামনে নৌকা প্রতীকের প্রার্থী আনোয়ার হোসেন খানের কর্মী সমর্থকগণ উচ্ছৃঙ্খল ও উসকানিমূলক আচরণ করেন। এ সময় তারা সফিকুল ইসলামকে হয়রানি করেন।
এ ঘটনায় ঈগল প্রতীকের প্রার্থী মো. হাবিবুর রহমান পবন তার নির্বাচনী এজেন্ট সফিকুল ইসলাম অভিযোগ করেন ও প্রমাণস্বরূপ কিছু ডিডিও ক্লিপ ও স্থিরচিত্র যথাযথ কর্তৃপক্ষের কাছে পাঠান। একই সঙ্গে এ ঘটনায় কমিশনকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের অনুরোধ করা হয়।
অভিযোগের অনুলিপি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের লক্ষ্মীপুর জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার, জেলা পুলিশ সুপার, জেলা নির্বাচন অফিসার, জেলা সহকারী কমিশনার (ভূমি) ও আচরণবিধি প্রতিপালন নিশ্চিতকরণে নিয়োগপ্রাপ্ত এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রাসেল ইকবাল, জেলা সহকারী কমিশনার ও আচরণবিধি প্রতিপালন নিশ্চিতকরণে নিয়োগপ্রাপ্ত এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মজিবুর রহমান, লক্ষ্মীপুর জেলার রামগঞ্জ থানা অফিসার ইনচার্জ (ওসি) বরাবরও পাঠানো হয়।
মন্তব্য করুন