সাতক্ষীরার আশাশুনিতে দ্বাদশ নির্বাচনকে সামনে রেখে গ্রাম পুলিশদের দিকনির্দেশনা প্রদান করেছেন উপজেলা নির্বাহী অফিসার মো. রনি আলম নূর।
বুধবার (২৭ ডিসেম্বর) দুপুর ১২টায় উপজেলা পরিষদ চত্বরে উপজেলার ১১টি ইউনিয়ন পরিষদের গ্রাম পুলিশ সদস্যদের আগামী ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে তাদের পেশাগত দক্ষতা অর্জনে বিভিন্ন দিক নির্দেশনা প্রদান করেন।
এ ছাড়া গ্রাম পুলিশদের নির্বাচনের দিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত স্ব স্ব ভোট কেন্দ্রে উপস্থিত থাকতে বলেন তিনি।
তিনি বলেন কোথাও কোনো আপত্তিকর ঘটনা ঘটলে আপনারা আমাকে সঙ্গে সঙ্গে জানাবেন। প্রত্যেক ইউনিয়নের তিনজন গ্রাম পুলিশ সর্বসময় প্রস্তুত থাকবেন। যে কোনো মুহূর্তে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে আপনাদের সহযোগিতা লাগতে পারে।
তিনি আরও বলেন, মাঠপর্যায়ে গ্রাম পুলিশ সদস্যদের ভূমিকা ও কাজের ব্যাপারে পেশাদারিত্ব নিয়ে গুরুত্বপূর্ণ অবদান রাখতে হবে। এ সময় যুবউন্নয়ন কর্মকর্তা এস এম আজিজুল হক, একাডেমি সুপারভাইজার হাসানুজ্জামানসহ ১১টি ইউনিয়নের গ্রাম পুলিশ উপস্থিত ছিলেন।
মন্তব্য করুন