উপকরণ : পাউডার মিল্ক ১ কাপ, চিনি পৌনে ১ কাপ, কাস্টার্ড পাউডার ১ টেবিল চামচ, কর্নফ্লাওয়ার ১ টেবিল চামচ, ডিম ২টি, ভ্যানিলা এসেন্স ১ চা চামচ, পানি ২ কাপ, ফ্রুট ককটেল ১ টিন এবং ডানো ক্রিম ১ টিন।
প্রস্তুত প্রণালি : ডিম, দুধ, পানি, কর্নফ্লাওয়ার, চিনি, কাস্টার্ড পাউডার ও পানি মিলিয়ে ব্লেন্ড করে নিন। ব্লেন্ড করা উপকরণ কম আঁচে জ্বাল করে ফুটে উঠলে নামিয়ে ফেলুন। এবার ডানো ক্রিম মিলিয়ে নিন। পরে ফ্রুট ককটেল ও ভ্যানিলা এসেন্স মিলিয়ে নিজের মতো ডেকোরেশন করে ফ্রিজে রেখে ঠান্ডা পরিবেশন করুন।
মন্তব্য করুন