প্রক্টরসহ চবি প্রশাসনের ১৬ জনের পদত্যাগ

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়।পুরোনো ছবি

প্রক্টর, সহকারী প্রক্টর ও আবাসিক হলের প্রাধ্যক্ষসহ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) প্রশাসনিক ১৮ পদে থাকা ১৬ জন শিক্ষক একযোগে পদত্যাগ করেছেন। এদিকে, প্রক্টরের পদত্যাগের পরপরই নতুন প্রক্টর নিয়োগ দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

আজ রোববার দুপুর দেড়টার দিকে তারা প্রত্যেকেই রেজিস্ট্রার বরাবর পদত্যাগপত্র জমা দিয়েছেন। কালবেলাকে বিষয়টি নিশ্চিত করেছেন ভারপ্রাপ্ত রেজিস্ট্রার কে এম নূর আহমেদ।

তিনি বলেন, দুপুরে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ১৮ পদে থাকা ১৬ জন শিক্ষক রেজিস্ট্রারের কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন। তারা প্রত্যেকেই ব্যক্তিগত কারণ দেখিয়েছেন। প্রক্টরের পদত্যাগপত্র গ্রহণ ছাড়া বাকিগুলো প্রক্রিয়াধীন। রেজিস্ট্রার অফিস থেকে এগুলো উপাচার্য অফিসে যাবে। তারপর সেখান থেকে সিদ্ধান্ত আসবে।

পদত্যাগ করেছেন- প্রক্টর অধ্যাপক ড. রবিউল হাসান ভূঁইয়া, সহকারী প্রক্টর এস এম জিয়াউল ইসলাম, ড. শহীদুল ইসলাম, ড. রামেন্দু পারিয়াল, মো. শাহরিয়ার বুলবুল তন্ময় ও গোলাম কুদ্দুস লাবলু। শহীদ আব্দুর রব হলের প্রাধ্যক্ষ অধ্যাপক ড. রবিউল হাসান ভূঁইয়া, শাহজালাল হলের আবাসিক শিক্ষক মো. শাহরিয়ার বুলবুল, এ এফ রহমান হলের আনাবিল ইহসান, প্রীতিলতা হলের ফারজানা আফরিন রূপা, শহীদ আব্দুর রব হলের ড. এইচ এম আব্দুল্লাহ আল মাসুদ, শহীদ আব্দুর রব হলের রমিজ আহমেদ সুলতান, শামসুন নাহার হলের শাকিলা তাসমিন, খালেদা জিয়া হলের ড. মো. শাহ আলম, নাসরিন আক্তার ও উম্মে হাবিবা এবং আলাওল হলের ঝুলন ধর।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়।
চবি ছাত্রলীগের সভাপতি-সম্পাদককে শোকজ

সহকারী প্রক্টর ড. শহীদুল ইসলাম কালবেলাকে বলেন, ‘প্রক্টরিয়াল বডির তিনজন ছাড়া বাকি সবাই পদত্যাগ করেছেন। কে কী কারণে পদত্যাগ করেছেন জানি না। তবে আমি একাডেমিক ও ব্যক্তিগত কারণে পদত্যাগ করেছি।’

পদত্যাগের কারণ সম্পর্কে বিস্তারিত জানতে প্রক্টরসহ কয়েকজনের মোবাইল নম্বরে একাধিকবার কল করা হলেও তারা রিসিভ করেননি।

উপাচার্য অধ্যাপক ড. শিরীণ আখতার বলেন, ‘গত ৮ মার্চ প্রক্টর ড. রবিউল হাসান ভূঁইয়া ও সহকারী প্রক্টর ড. শহীদুল ইসলামকে তাদের গবেষণা কার্যক্রমে মনোযোগ দেওয়ার জন্য দায়িত্ব থেকে অব্যাহতি দিতে বলেছি। তারা ১৫ মার্চের মধ্যে দায়িত্ব ছেড়ে দেবেন বলেছেন। তাই, তারা দায়িত্ব থেকে অব্যাহতি চাওয়ায় নতুন প্রক্টর নিয়োগ দেওয়া হয়েছে। আমি ঢাকায় আছি, ফিরে প্রক্টরিয়াল বডি পূর্ণাঙ্গ করব।’

নতুন প্রক্টর নিয়োগ

এদিকে প্রক্টর ড. রবিউল হাসান ভূঁইয়ার পদত্যাগের আধঘণ্টা না পেরোতেই দুপুর ২টার দিকে নতুন প্রক্টর নিয়োগ দিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। নিয়োগপ্রাপ্ত নতুন প্রক্টর হলেন- মেরিন সায়েন্স ইনস্টিটিউটের সহযোগী অধ্যাপক ড. মোহাম্মদ নুরুল আজিম সিকদার।

এ ছাড়া সহকারী প্রক্টর হিসেবে আরও দুজনকে নিয়োগ দেওয়া হয়েছে। তারা হলেন- ওশানোগ্রাফি বিভাগের প্রভাষক মোহাম্মদ রোকন উদ্দিন এবং মেরিন সায়েন্সেস ইনস্টিটিউটের প্রভাষক সৌরভ সাহা জয়।

এ বিষয়ে রেজিস্ট্রার কে এম নূর আহমেদ বলেন, প্রশাসনিক দায়িত্ব একটি চলমান প্রক্রিয়া। তাই ইতিমধ্যেই নতুন প্রক্টর ও দুজনকে সহকারী প্রক্টরের দায়িত্ব দেওয়া হয়েছে।

এ সম্পর্কিত খবর

No stories found.
logo
kalbela.com