
স্থানীয় ব্যবসায়ীদের সঙ্গে সংঘর্ষে রণক্ষেত্রে রূপ নেওয়া রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) উত্তপ্ত পরিস্থিতি মাত্র দুই-তিন ঘণ্টা শান্ত থাকার পর ফের উত্তাল হয়ে উঠেছে।
আজ রোববার রাত পৌনে ৮টার দিকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের চারুকলার পাশে রেললাইন অবরোধ করে আগুন ধরিয়ে দেন একদল বিক্ষুব্ধ শিক্ষার্থী। এ পরিস্থিতিতে রাজশাহী-ঢাকা রুটে ট্রেন চলাচল অনির্দিষ্ট সময়ের বন্ধ ঘোষণা করা হয়েছে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, ক্যাম্পাসের অদূরে চারুকলা অনুষদের সামনে সন্ধ্যার পর হঠাৎ কিছু বিক্ষুব্ধ শিক্ষার্থী রেললাইন এবং এর আশপাশের এলাকায় টায়ার ও কাঠে আগুন জ্বালিয়ে বিক্ষোভ করেন। একপর্যায়ে তারা রেললাইন অবরোধ করলে ফরিদপুরের ভাঙ্গা থেকে রাজশাহীগামী মধুমতি ট্রেনটি নগরীর অদূরে হরিয়ান এলাকায় আটকা পড়ে। উদ্ভূত পরিস্থিতিতে অনির্দিষ্টকালের জন্য রাজশাহী থেকে বিভিন্ন রুটে ট্রেন চলাচল বন্ধ ঘোষণা করে পশ্চিমাঞ্চল রেলওয়ে কর্তৃপক্ষ।
রোববার রাত সাড়ে ৮টার দিকে পশ্চিমাঞ্চল রেলওয়ের জেনারেল ম্যানেজার অসীম কুমার তালুকদার কালবেলাকে বলেন, ‘আইনশৃঙ্খলা বাহিনী আগে থেকেই আমাদের সতর্ক করে। তারা আমাদের ট্রেন যোগাযোগ বন্ধ করে দেওয়ার জন্য বলে। সন্ধ্যার পর বিশ্ববিদ্যালয়ের অদূরে রেললাইনে আগুন দিয়ে বিক্ষুব্ধরা অবরোধ করে রাখলে ফরিদপুর থেকে ছেড়ে আসা মধুমতি এক্সপ্রেস ট্রেনটি হরিয়ান এলাকায় আটকা পড়ে। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত রাজশাহী থেকে কোনো ট্রেন ছেড়ে যাবে না।’
রাত ১১টা ২০ মিনিটের ধূমকেতু এক্সপ্রেস ট্রেন কি বন্ধ থাকবে- এমন প্রশ্নের জবাবে জিএম বলেন, আগে জানমালের নিরাপত্তা ও সরকারি সম্পদ রক্ষা করা জরুরি। তাই পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত অনির্দিষ্টকালের জন্য ট্রেন বন্ধ করে দেওয়া হয়েছে।
মতিহার থানার ওসি হাফিজুর রহমান বলেন, রেললাইনে আগুন দেওয়ার খবর জানতে পেরে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা চলছে।