চলতি বছরের এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশ হয়েছে। ৯টি সাধারণ ও মাদ্রাসা এবং কারিগরি বোর্ড মিলিয়ে ১১টি শিক্ষা বোর্ডে গড় পাসের হার ৭৭ দশমিক ৭৮ শতাংশ।
ফলাফল বিশ্লেষণে দেখা যায়, ঢাকার ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ ঢাকা কলেজে পাসের হার ৯৯ দশমিক ৮১ শতাংশ। এ বছর ঢাকা কলেজে মোট পরীক্ষার্থীর সংখ্যা ছিল ১০৫৩ জন। এর মধ্যে পরীক্ষায় অংশ নেয় ১ হাজার ৫০ জন। মোট কৃতকার্য হয়েছে ১ হাজার ৪৮ শিক্ষার্থী। আর অকৃতকার্য শিক্ষার্থী ২ জন।
মঙ্গলবার (১৫ অক্টোবর) কলেজ অধ্যক্ষ অধ্যাপক এ কে এম ইলিয়াসের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
প্রাপ্ত ফলাফল অনুযায়ী, বিজ্ঞান বিভাগ থেকে জিপিএ-৫ পেয়েছে ৭৯১ জন, ব্যবসায় শিক্ষা বিভাগ থেকে পেয়েছে ১০০ জন, মানবিক বিভাগ থেকে জিপিএ-৫ পেয়েছে ৭৫ জন। সর্বমোট জিপিএ-৫ পেয়েছে ৯৬৬ জন।
কলেজের অধ্যক্ষ অধ্যাপক এ কে এম ইলিয়াস বলেন, গতবারের তুলনায় এবার রেজাল্ট ভালো হওয়ায় খুশি হয়েছি। কিন্তু এটাই শেষ ধাপ নয়, সামনে শিক্ষার্থীদের ভালো ইউনিভার্সিটিতে যেতে হবে এবং পরবর্তীতে দেশ সংস্কারের কাজ করতে হবে। এটাই আমাদের প্রত্যাশা।
মন্তব্য করুন