বরিশাল শিক্ষা বোর্ডে এইচএসসি পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। মঙ্গলবার (১৫ অক্টোবর) সকাল ১১টায় বরিশাল মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড চেয়ারম্যান অধ্যাপক ড. ইউনুস আলী সিদ্দিকী সভাকক্ষে এ ফল প্রকাশ করেন। প্রকাশিত ফলাফলে বরিশাল শিক্ষা বোর্ডে পাসের হার ৮১.৮৫ শতাংশ। জিপিএ ৫ পেয়েছে ৪১৬৭ শিক্ষার্থী।
গত বছরের তুলনায় এ বছর পাশের হার ও জিপিএ-৫ দুই-ই বেড়েছে। গতবছর এইচএসসি পরীক্ষায় পাসের হার ছিল ৮০ দশমিক ৬৫ শতাংশ ও জিপিএ-৫ পেয়েছিল ৩৯৯৩ জন শিক্ষার্থী। বরিশাল মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক অরুন কুমার গাইনের প্রকাশিত ফলাফল পরিসংখ্যানে দেখা যায়, ২০২৪ সালে বরিশাল শিক্ষা বোর্ডের অধীনে মোট ৬৬ হাজার ৮৭ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেছে। এর মধ্যে ছাত্র রয়েছেন ৩১ হাজার ৯৯৩ জন ছাত্রী রয়েছেন ৩৪ হাজার ৯৪ জন।
এদের মধ্যে পাস করেছেন ৫৪ হাজার ৮৯ জন। যার মধ্যে ছাত্র রয়েছেন ২৪ হাজার ৩৬৭ জন ছাত্রী রয়েছেন ২৯ হাজার ৭২২জন। পাসের হারে ছাত্রীরা এগিয়ে রয়েছেন। একই সঙ্গে বরিশাল শিক্ষা বোর্ডে ৪ হাজার ১৬৭ জিপিএ-৫ এর মধ্যে ছাত্ররা পেয়েছেন ১৩৬৩ জন অপরদিকে ছাত্রীরা পেয়েছেন ২৮০৪ চার জন। জিপিএ-৫ ছাত্রীরা এগিয়ে রয়েছে। বরিশাল মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড চেয়ারম্যান অধ্যাপক ড. ইউনুস আলী সিদ্দিকী বলেন, ‘ফলাফল গত বছরের তুলনায় ভালো হয়েছে। এ কৃতিত্ব শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকদের।’ ফলাফল প্রকাশ করার সময় উপস্থিত ছিলেন বরিশাল মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড সচিব অধ্যাপক সোমনাথ মন্ডল, পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক অরুন কুমার গাইন, কলেজ পরিদর্শক অধ্যাপক ড. লিয়াকত হোসেন, বিদ্যালয় পরিদর্শক অধ্যাপক রফিকুল ইসলাম।
মন্তব্য করুন