মাধ্যমিক পর্যায়ের সারা দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে ষষ্ঠ থেকে নবম শ্রেণির বিষয়ভিত্তিক ষাণ্মাসিক সামষ্টিক মূল্যায়ন সূচিতে পরিবর্তন করা হয়েছে। নতুন সূচি অনুযায়ী ১৩ জুলাইয়ের মূল্যায়ন কার্যক্রম ৩ আগস্ট অনুষ্ঠিত হবে।
গত মঙ্গলবার জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের (এনসিটিবি) চেয়ারম্যান (রুটিন দায়িত্ব) অধ্যাপক মো. মশিউজ্জামান স্বাক্ষরিত অফিস আদেশ থেকে এ তথ্য জানা যায়।
এতে বলা হয়, ২০২৪ শিক্ষাবর্ষের ষষ্ঠ থেকে নবম শ্রেণির জন্য ষাণ্মাসিক সামষ্টিক মূল্যায়নের সময়সূচি ইতোমধ্যে পাঠানো হয়েছে। কিন্তু আগামী ১৩ জুলাই থেকে ১৮ তম শিক্ষক নিবন্ধনের পরীক্ষা লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে। এই শিক্ষক নিয়োগ পরীক্ষায় বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান ভেন্যু হিসেবে এবং প্রধান শিক্ষকসহ অন্যান্য শিক্ষকেরা নিয়োগ পরীক্ষার কাজে নিয়োজিত থাকবেন। তাই ওই দিনের বিভিন্ন শ্রেণির ষাণ্মাসিক সামষ্টিক মূল্যায়ন কার্যক্রমের সময়সূচি পরিবর্তন আনা হয়েছে।
মন্তব্য করুন