অনুষ্ঠিত হতে যাচ্ছে বাংলাদেশ ইউনিভার্সিটি অব হেলথ সায়েন্সেস (বিইউএইচএস) -এর প্রথম সমাবর্তন। বৃহস্পতিবার (২৫ এপ্রিল) বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এ সমাবর্তন অনুষ্ঠিত হবে।
মহামান্য রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর মোঃ সাহাবুদ্দিনের পক্ষে স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী ডা. সামন্ত লাল সেন এ সমাবর্তনে সভাপতিত্ব করবেন। বিশেষ অতিথি থাকবেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সদস্য অধ্যাপক ড. বিশ্বজিৎ চন্দ।
সমাবর্তন বক্তা হিসেবে অংশ নেবেন ইউনিভার্সিটি কলেজ লন্ডনের গ্লোবাল হেলথ অ্যান্ড সাসটেইনেবল ডেভেলপমেন্ট বিভাগের অধ্যাপক এন্থনি কসটেলা। এ ছাড়াও অনুষ্ঠানে উপস্থিত থাকবেন বিইউএইচএস ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ও বাংলাদেশ ডায়াবেটিক সমিতির সভাপতি জাতীয় অধ্যাপক একে আজাদ খান ও উপাচার্য অধ্যাপক ডা. ফরিদুল আলম। বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার, সকল অনুষদের ডিন, রেজিস্ট্রার কন্ট্রোলার ও প্রোক্টরসহ শিক্ষকমণ্ডলী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন।
এ সমাবর্তন অনুষ্ঠানে বিইউএইচএস-এর প্রায় ছয় শতাধিক অনার্স ও মাস্টার্স ডিগ্রিধারী শিক্ষার্থীকে আনুষ্ঠানিকভাবে সনদ প্রদান করা হবে। সরকারের বিভিন্ন মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, কলেজের অধ্যক্ষ, বাডাস ন্যাশনাল কাউন্সিলের সদস্যবৃন্দ, শিক্ষকমণ্ডলী ও অভিভাবকবৃন্দসহ পাঁচ শতাধিক অতিথি সমাবর্তন অনুষ্ঠানে উপস্থিত থাকবেন।
সকাল সাড়ে ৮টার সময় প্রসেশনের মাধ্যমে শুরু হয়ে বিকেলে সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে অনুষ্ঠান শেষ হবে এ সমাবর্তন।
উপাচার্য অধ্যাপক ডা. ফরিদুল আলম স্বাস্থ্য খাতে দেশের প্রথম বেসরকারি বিশ্ববিদ্যালয় বিইউএইচএস-এর সমাবর্তন অনুষ্ঠান সফল করার জন্য সংশ্লিষ্ট সকলের ঐকান্তিক সহযোগিতা কামনা করেন।
মন্তব্য করুন