ঢাকা বিশ্ববিদ্যালয় সাহিত্য সংসদ (ডিইউএলএস) আয়োজন করতে যাচ্ছে সর্বসাধারণের জন্য উন্মুক্ত ‘ডিইউএলএস অনলাইন সাহিত্য কুইজ প্রতিযোগিতা ২০২৪’।
আয়োজকরা জানান, এ প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য প্রতিযোগীদের নির্ধারিত সময়ের পূর্বে রেজিস্ট্রেশন সম্পন্ন করতে হবে। প্রতিযোগিতাটি অনলাইনে গুগল ফর্মের মাধ্যমে অনুষ্ঠিত হবে। রেজিস্ট্রেশনের শেষ সময় ৩০ এপ্রিল রাত ১২টা পর্যন্ত।
এ প্রতিযোগিতায় ৫০টি সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে। প্রতিটি প্রশ্নের মান ১, সময় ৩০ মিনিট। প্রশ্নের মূল বিষয় থাকবে বাংলা সাহিত্যের প্রাচীন যুগ, মধ্য যুগ, আধুনিক যুগ ও মহান ভাষা আন্দোলন। এতে সর্বোচ্চ নম্বর অর্জনকারী পাঁচজন বিজয়ীকে ঢাকা বিশ্ববিদ্যালয় সাহিত্য সংসদের পক্ষ থেকে পুরস্কৃত করা হবে। প্রতিযোগিতার বিস্তারিত নিয়মাবলি পাওয়া যাবে সংসদের অফিসিয়াল ফেসবুক পেইজে।
আয়োজন প্রসঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয় সাহিত্য সংসদের সভাপতি মো. ফারহান ইশরাক বলেন, প্রতিবছরের ন্যায় এবারও আমরা সাহিত্য কুইজ প্রতিযোগিতার আয়োজন করেছি। সবার মাঝে সাহিত্য চর্চা ছড়িয়ে দিতে আমাদের এই প্রয়াস।
সাধারণ সম্পাদক নাহিয়ান ফারুক বলেন, আমরা বিশ্বাস করি, সাহিত্য চর্চা সমাজকে আলোকিত করে। সেই লক্ষ্যে বর্তমান প্রজন্মকে সাহিত্যের আলোয় আলোকিত করতে আমাদের এই উদ্যোগ। ভবিষ্যতেও আমরা এমন আয়োজন করব।
উল্লেখ্য, ‘জন্মাতে চাই প্রাক্তন সময়ের গর্ভে’- স্লোগানকে ধারণ করে ঢাকা বিশ্ববিদ্যালয় সাহিত্য সংসদ ক্যাম্পাসে শিক্ষার্থীদের মধ্যে সাহিত্যপাঠ ও চর্চায় অগ্রণী ভূমিকা পালন করে আসছে। এ ছাড়াও নিয়মিত পাঠচক্র, বুক রিভিউ প্রতিযোগিতা, প্রবন্ধ প্রতিযোগিতা, পাক্ষিক সাহিত্য আড্ডা, ত্রৈমাসিক সাহিত্য পত্রিকা ‘ডাহুক’ প্রকাশ, বইমেলা বাৎসরিক গল্প ও প্রবন্ধ সংকলন, সাহিত্য উৎসব আয়োজনসহ সাহিত্য সংশ্লিষ্ট বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে থাকে সংগঠনটি।
মন্তব্য করুন