কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৫ ফেব্রুয়ারি ২০২৪, ১২:১৮ পিএম
আপডেট : ২৫ ফেব্রুয়ারি ২০২৪, ১২:৪৭ পিএম
অনলাইন সংস্করণ

২৬ সালের এসএসসি নিয়ে ধোঁয়াশায় শিক্ষাবোর্ড

২৬ সালের এসএসসি পরীক্ষা পদ্ধতি কেমন হবে, তা এখনো চূড়ান্ত হয়নি।
২৬ সালের এসএসসি পরীক্ষা পদ্ধতি কেমন হবে, তা এখনো চূড়ান্ত হয়নি। ছবি : সংগৃহীত

নতুন শিক্ষাক্রমে নতুন আঙ্গিকে ২০২৬ সালে এসএসসি ও সমমান পরীক্ষা নেওয়ার কথা থাকলেও পরীক্ষা পদ্ধতি কেমন হবে, তা এখনো চূড়ান্ত হয়নি। তবে ওই বছর শুধু দশম শ্রেণির সিলেবাসের ওপরই পরীক্ষা হবে বলে জানিয়ে আসছে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি)।

বিষয়টি নিয়ে শুধু শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবক নয় ধোঁয়াশায় রয়েছেন খোদ শিক্ষা বোর্ডগুলোর কর্মকর্তারাও।

শিক্ষা বোর্ড বলছে, পরীক্ষা পদ্ধতি, সিলেবাস কেমন হবে— তা ঠিক করে দেবে এনসিটিবি। সেগুলো চূড়ান্ত কাঠামো পেলে প্রশ্নপত্র প্রণেতা ও পরীক্ষকসহ পরীক্ষা গ্রহণের দায়িত্বপ্রাপ্তদের প্রশিক্ষণ দেওয়া হবে।

আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি এবং ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার বলেন, ‘এনসিটিবি কাঠামো চূড়ান্ত করে দিলে আমরা প্রস্তুতি শুরু করবো। নতুন পদ্ধতিতে অভ্যস্ত করতে পরীক্ষা সংশ্লিষ্টদের প্রশিক্ষণ দিতে হবে। ১১টি শিক্ষা বোর্ড নিজ নিজ উদ্যোগে এটা করবে।’

এনসিটিবির চেয়ারম্যান অধ্যাপক ফরহাদুল ইসলাম গণমাধ্যমকে বলেন, ‘নতুন পদ্ধতির এসএসসি পরীক্ষার খসড়া মডেল আমরা প্রস্তুত করেছি। সেটা শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরীর সামনে উপস্থাপন করা হয়েছে। মন্ত্রী শিক্ষা বোর্ডগুলোর সঙ্গে আলোচনা করার নির্দেশনা দিয়েছেন।’

তিনি আরও বলেন, ‘মার্চ মাস থেকে বোর্ডগুলোর সঙ্গে এ নিয়ে আমরা বসব। খসড়া মডেলটি উপস্থাপন করে তাদের মতামত চাওয়া হবে। সব ঠিক থাকলে তা চূড়ান্ত করা হবে।’

জানা গেছে, চলতি বছর নবম শ্রেণিতে নতুন শিক্ষাক্রম চালু হয়েছে। ২০২৫ সালে তারা দশম শ্রেণিতে নতুন শিক্ষাক্রমে পড়বে। এরপর ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় শুধু দশম শ্রেণির ১০টি বিষয়ের ওপর মূল্যায়ন বা পরীক্ষায় অংশ নেবে।

‘জাতীয় শিক্ষাক্রম ২০২১’-এর রূপরেখা অনুযায়ী- নতুন শিক্ষাক্রমে প্রতিটি বিষয়ের ৫০ শতাংশ শিখনকালীন মূল্যায়ন ও ৫০ শতাংশ সামষ্টিক মূল্যায়ন বা পরীক্ষার মাধ্যমে হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চমেক হাসপাতালে বার্ন ইউনিটের নির্মাণকাজ সেপ্টেম্বরে শুরু : স্বাস্থ্যমন্ত্রী

পুরান ঢাকার তাঁতীবাজার মোড়ে জবি শিক্ষার্থীদের সড়ক অবরোধ 

আকর্ষণীয় বেতনে রিসার্চ অ্যাসোসিয়েট নেবে সিপিডি

যমুনায় পানি কমায় ব্রহ্মপুত্রে ভাঙন

আ.লীগ সরকারের কাছে আলেম-ওলামারাও রেহাই পায়নি : টুকু

কোটা পদ্ধতি সংস্কারের দাবিতে বেরোবি শিক্ষার্থীদের মহাসড়ক অবরোধ

ইউরো ২০২৪ / স্টুটগার্টে ইতিহাসের পুনরাবৃত্তি, পিতা-পুত্রের স্মরণীয় উদযাপন

বেসরকারি সংস্থায় চাকরির সুযোগ, বেতন ৬০ হাজার

তীব্র বৃষ্টি উপেক্ষা করে কোটা সংস্কার আন্দোলনে ইবি শিক্ষার্থীরা

দেশবাসীর কাছে দোয়া চাইলেন ডিপজল

১০

বিপৎসীমার ওপরে টাঙ্গাইলের সব নদীর পানি

১১

পিজিআরকে অর্পিত দায়িত্ব সুষ্ঠুভাবে পালনের নির্দেশ রাষ্ট্রপতির

১২

পেট্রোম্যাক্স এলপিজিতে নিয়োগ, পদসংখ্যা অনির্ধারিত

১৩

পঞ্চম দিনে কোটাবিরোধী আন্দোলনে জবি শিক্ষার্থীরা

১৪

বৃক্ষমেলার আড়ালে বাণিজ্য মেলা!

১৫

যমুনার পানি বেড়ে ডুবে যাচ্ছে বসতবাড়ি

১৬

আমাদের রাজনৈতিক বন্ধু ভারত, উন্নয়নের চীন : কাদের

১৭

ভোটে বিজয়ী পেজেশকিয়ান, এরপর কী?

১৮

তিস্তার পানি বিপৎসীমার কাছাকাছি, বন্যার আশঙ্কা

১৯

তিস্তায় পানি বৃদ্ধি, বন্যার কবলে ৫ হাজার পরিবার

২০
X