কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৯ জুন ২০২৩, ১২:৫৩ পিএম
আপডেট : ০৯ জুন ২০২৩, ১২:৫৮ পিএম
অনলাইন সংস্করণ

নন-ক্যাডার বিধি অনুমোদন, যে কোনো সময় গেজেট

জনপ্রশাসন মন্ত্রণালয়
জনপ্রশাসন মন্ত্রণালয়

৪০তম বিসিএসের নন-ক্যাডার প্রার্থীদের অপেক্ষার অবসান হচ্ছে। ২০১০ সালের বিধি সংশোধনের জন্য এত দিন ঝুলে ছিলেন চাকরিপ্রত্যাশীরা। সেই বিধি প্রধানমন্ত্রী শেখ হাসিনা অনেক যাচাই-বাছাই শেষে অনুমোদন দিয়েছেন। বিধিটি এখন জনপ্রশাসন মন্ত্রণালয়ে আছে। যে কোনো সময় গেজেট আকারে পাস হবে।

এ বিষয়ে জানতে চাইলে শুক্রবার (৯ জুন) সকালে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোহাম্মদ মেজবাহ্‌ উদ্দিন চৌধুরী কালবেলাকে বলেন, বিধি অনুমোদন হয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ে এসেছে। আমরা আর অপেক্ষা করব না। দ্রুততম সময়ের মধ্যে গেজেট প্রকাশ হবে।

জানা গেছে, ২০১৮ সালের ১১ সেপ্টেম্বর ৪০তম বিসিএস পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশিত হয়। ২০১৯ সালের ৩ মে ওই বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা শুরু হয় এবং তার প্রায় দুই মাস পর প্রিলিমিনারি পরীক্ষার ফল প্রকাশিত হয়। ২০২০ সালের মার্চ মাসে হয় লিখিত পরীক্ষা। এরপরই সারা বিশ্বের মতো বাংলাদেশেও করোনাভাইরাসের থাবা পড়ে। ১০ মাস পর ২০২১ সালের ২৭ জানুয়ারি লিখিত পরীক্ষার ফল প্রকাশিত হয়। ওই বছরের ১৬ ফেব্রুয়ারি থেকে শুরু হয় মৌখিক পরীক্ষা। এরপর আবারও করোনা পরিস্থিতির মারাত্মক অবনতি হয়। ফলে ৪০তম বিসিএসের মৌখিক পরীক্ষা কার্যক্রম স্থগিত ঘোষণা করা হয়। এরপর সুবিধাজনক সময়ে মৌখিক পরীক্ষা শেষ করা হয়।

বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ থেকে দীর্ঘ সাড়ে তিন বছর পর গত বছরের ৩০ মার্চ ৪০তম বিসিএস পরীক্ষার চূড়ান্ত ফল ঘোষণা করা হয় এবং যারা পদস্বল্পতার কারণে ক্যাডার পদে সুপারিশ পায়নি এ রকম ৮ হাজার ১৬৬ জনকে নন-ক্যাডারের বিভিন্ন পদে নিয়োগের জন্য অপেক্ষমাণ তালিকায় রাখা হয়। নন-ক্যাডারে আবেদন করার শেষ সময় ছিল গত বছরের ১৬ জুন। কিন্তু এরপরই দেখা দেয় নতুন সমস্যা।

পূর্ববর্তী বিসিএসগুলোতে নন-ক্যাডার থেকে যেভাবে নিয়োগ চলে আসছিল, হঠাৎ করে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি) সে সিদ্ধান্ত থেকে সরে আসে। তারা আগের বিধি অনুযায়ী পদ সংখ্যা উল্লেখপূর্বক ৪৫তম বিসিএসের বিজ্ঞপ্তি দেওয়া ও ৪০তম বিসিএসে নন-ক্যাডার নিয়োগ দিতে চায়। বিজ্ঞপ্তি দিয়ে প্রিলি, লিখিত ও মৌখিক পরীক্ষার পর পিএসসি হঠাৎ করেই বিধি অনুসরণের প্রসঙ্গ আনায় ক্ষিপ্ত হন চাকরিপ্রত্যাশীরা। ৪০তম বিসিএসে আগের নিয়মে এবং ৪৫তম বিসিএস থেকে নতুন নিয়মে বিজ্ঞপ্তি ও নিয়োগের দাবি জানান তারা।

এরপর একটি বিশেষ বিধি (২০১০ সালের মূল ও ২০১৪ সালের সংশোধিত) গেজেট আকারে প্রকাশের জন্য এক দীর্ঘসূত্রতার জালে ৪০ নন-ক্যাডার চাকরিপ্রত্যাশীকে আটকে দেওয়া হয়৷ চলতি বছরের শুরুতে নতুন এ বিধিটি সচিব কমিটিতে অনুমোদন লাভ করে। এরপর এখন সেটি প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে অনুমোদন হয়ে এসেছে। দ্রুতই সেটি গেজেট আকারে প্রকাশিত হবে।

এদিকে, বিধি পাস হয়ে আসায় দারুণ খুশি চাকরিপ্রত্যাশীরা। দীর্ঘ সময়ের অপেক্ষার অবসান করায় তারা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকেও ধন্যবাদ জানিয়েছেন।

এ বিষয়ে চাকরিপ্রত্যাশী মাসুদ সজীব উচ্ছ্বাস প্রকাশ করে বলেন, এটি আমাদের সবার জন্য অত্যন্ত খুশির সংবাদ। এই বিধির কারণে দীর্ঘদিন ধরে নন-ক্যাডার নিয়োগ আটকে ছিল। যার ফলে চাকরিপ্রত্যাশীদের মনে একটা শঙ্কা তৈরি হয়েছিল। এই বিধি তৈরির ফলে সেটি কেটে যাবে। বিধি প্রণয়নে জনপ্রশাসন মন্ত্রণালয়সহ সরকারের সংশ্লিষ্ট যারা সম্পৃক্ত ছিলেন, তাদের প্রতি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি।

মেহেদি আনসারী নামের আরেক চাকরিপ্রত্যাশী বলেন, বিধির জটিলতায় ৪০তম বিসিএসের নন-ক্যাডার নিয়োগ দীর্ঘ সময় ধরে আটকে ছিল; যেটা আমাদের কর্ম, সামাজিক, পরিবারিক জীবনে হতাশা নিয়ে আসছিল। এই বিধি অনুমোদনের পর দ্রুত গেজেট হলে আমাদের সামাজিক পরিচয় হবে এবং হতাশার গ্লানি থেকে মুক্তি মিলবে। বিধিটি পাশের জন্য প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভারতকে নিয়ে শহীদ আফ্রিদির বিস্ফোরক মন্তব্য

ইরেশ যাকের জুলাই আন্দোলনের পক্ষে ছিলেন : সংস্কৃতি উপদেষ্টা

কাশ্মীর উত্তেজনায় টার্গেটে ইউটিউব চ্যানেল, ১৬টি বন্ধ ঘোষণা

ধর্ষকদের দৃষ্টান্তমূলক বিচারে সরকার বদ্ধপরিকর : আইন উপদেষ্টা

গণমাধ্যম এড়ানোর চেষ্টা / ‘এভাবে যাওয়া যায় না, হাঁটব কীভাবে’ ক্রিকেটার নাসিরকে তামিমা

পুলিশের গাড়িতে ডাকাতির চেষ্টা

সাভারে পৃথক সড়ক দুর্ঘটনায় নারীসহ নিহত ৩ 

শোয়েব আখতারসহ ১৬টি পাকিস্তানি ইউটিউব চ্যানেল ভারতে নিষিদ্ধ

ইয়েমেনে মার্কিন হামলায় নিহত ৬৮

৪৬তম বিসিএসের লিখিত পরীক্ষা স্থগিত করে প্রজ্ঞাপন

১০

খাল থেকে যুবকের মরদেহ উদ্ধার, শরীরে আঘাতের চিহ্ন

১১

জবিতে ছাত্রলীগ সংশ্লিষ্টতার অভিযোগে শিক্ষার্থীকে ছাত্রদলের মারধর

১২

লালমনিরহাটে ট্রেন চালুর দাবিতে সড়ক অবরোধ

১৩

প্রকৃতিতে ঝুমকার মতো ঝুলছে সোনালু ফুল 

১৪

প্যারাগ্লাইডারে আকাশে ওড়া মারুফের পাশে ইউএনও

১৫

নাসির-তামিমার মামলায় বিব্রত আদালত, অবশেষে বদলি

১৬

অতীতে শুধু ক্ষমতার পালাবদল হয়েছে, মানুষের অধিকার প্রতিষ্ঠা হয়নি : বুলবুল

১৭

কোথায়, কখন হতে পারে বজ্রবৃষ্টি জানাল আবহাওয়া অফিস

১৮

ভারত-পাকিস্তান উত্তেজনা  / সম্ভাব্য যুদ্ধের স্পর্শ থেকে বাংলাদেশ কি বাঁচবে?

১৯

চাঁদা তুলে অফিস সংস্কার করলেন শিক্ষা কর্মকর্তা 

২০
X