যুক্তরাষ্ট্রের কার্লটন কলেজে অর্থনীতিতে স্নাতক অধ্যয়নরত ১৩ শিক্ষার্থী আজ মঙ্গলবার (২৮ নভেম্বর) বাংলাদেশের শিক্ষার্থীদের সঙ্গে অভিজ্ঞতা বিনিময় করেছে।
তারা যুক্তরাষ্ট্রে উচ্চশিক্ষার সুযোগ নিয়ে আলোচনা করেছে বলে ঢাকার মার্কিন দূতাবাসের এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, মার্কিন দূতাবাসের এডুকেশনইউএসএ মঙ্গলবার গুলশানের ইএমকে সেন্টারে দুদেশের স্নাতক পড়ুয়া শিক্ষার্থীদের এই মিলনমেলার আয়োজন করে।
এতে অংশ নেন ঢাকা সফররত কার্লটন কলেজের ১৩ শিক্ষার্থী। তারা বাংলাদেশের স্কলাস্টিকা, আগা খান একাডেমি, ঢাকা বিশ্ববিদ্যালয় এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়সহ বেশ কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠানের বাংলাদেশি শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় করেন এবং তারা যুক্তরাষ্ট্রের উচ্চশিক্ষার নানা দিক নিয়ে আলোচনা করেন।
এ ছাড়াও অনুষ্ঠানে যুক্তরাষ্ট্র সরকার কীভাবে বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধিতে সহায়তা করে তা নিয়ে একটি তথ্যচিত্র তুলে ধরা হয়।
উল্লেখ্য, ইউএস নিউজ অ্যান্ড ওয়ার্ল্ড রিপোর্ট অনুসারে, লিবারেল আর্টস বিষয়ে আমেরিকার সেরা দশ কলেজের অন্যতম কার্লটন কলেজ। গত এক দশকে যুক্তরাষ্ট্রে উচ্চশিক্ষায় বাংলাদেশি শিক্ষার্থীর সংখ্যা ৩০০ শতাংশেরও বেশি বেড়েছে।
২০২৩ ওপেন ডোরস রিপোর্ট অনুসারে, ২০২২-২৩ শিক্ষাবর্ষে যুক্তরাষ্ট্রে পড়তে যাওয়া বাংলাদেশি শিক্ষার্থীর সংখ্যা ১৩ হাজার ৫৬৩), যা এ যাবতকালের মধ্যে সর্বোচ্চ।
মন্তব্য করুন