কুয়েট ভিসি অধ্যাপক মোহাম্মদ মাছুদের পদত্যাগ দাবিতে পূর্ব ঘোষিত তিনটায় শাহবাগ ব্লকেড কর্মসূচির সময় পরিবর্তন করে রাত সাড়ে ৯টায় দিয়েছে আন্দোলনকারী শিক্ষার্থীরা।
বুধবার (২৩ এপ্রিল) ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে এক বিক্ষোভ সমাবেশে এই ঘোষণা দেন আন্দোলনের অন্যতম সমন্বয়ক মুসাদ্দিক আলী ইবনে মোহাম্মদ। জনদুর্ভোগ এড়াতে সময় পরিবর্তন করা হয়েছে বলে জানানো হয়।
মুসাদ্দিক বলেন, জনদুর্ভোগ হয় এমন কোন কর্মসূচির পক্ষে আমরা নই। গত কয়েকদিন ধরে বিক্ষোভ মিছিল করেছি, কাল বিকেলে ৫ মিনিটের জন্য আমরা শাহবাগ ব্লকেড করেছি। রাতের বেলা শাহবাগ ব্লকেড দিয়েছি যাতে জনদুর্ভোগ না হয় কিন্তু তাতে ইন্টেরিম গভর্নমেন্ট এখনো কোন কর্ণপাত করেনি। তারা আমাদের বাধ্য করছে কঠোর কর্মসূচি দেওয়ার জন্য অথচ আমরা কঠোর কর্মসূচির পক্ষপাতি নই।
মুসাদ্দিক আরও বলেন, ইন্টেরিম চাইলে এক ফাইলের মাধ্যমেই এই দালাল ভিসির অপসারণ সম্ভব কিন্তু সেটা করলো না। আমরা দেখতে পাচ্ছি কুয়েট ভিসি শিক্ষার্থীদের পর্যায়ক্রমে মৃত্যুর মুখে ঠেলে দিচ্ছেন। আমাদের অনশনরত কয়েকজন শিক্ষার্থী ভাই ইতোমধ্যে হাসপাতালে ভর্তি হয়েছেন। আমরা আমাদের আর কোন ভাইকে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হতে দেখতে চাই না। আমরা হুঁশিয়ার করে দিতে চাই এখনো সময় আছে সম্মানের সঙ্গে পদত্যাগ করেন, না হলে পদত্যাগ কিভাবে করাতে হয় তা ছাত্রসমাজ জানে। আমরা হাসিনার পতন ঘটিয়েছি আপনার পতন ঘটাতে আমাদের বেশি সময় লাগবে না।
মন্তব্য করুন