প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী জাহিদুল ইসলাম পারভেজ হত্যার প্রতিবাদে তিতুমীর কলেজ ছাত্রদলের আহ্বায়ক ইমাম হোসেন বলেছেন, এই হত্যাকারীরা এক সময় ছাত্রলীগে ছিল, এখন তারা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে যুক্ত হয়েছে।
জাহিদুল হত্যার প্রতিবাদে সোমবার (২১ এপ্রিল) ক্যাম্পাসের প্রধান ফটকে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করে সরকারি তিতুমীর কলেজ ছাত্রদল। মানববন্ধনে এ কথা বলেন তিতুমীর কলেজ ছাত্রদলের আহ্বায়ক।
মানববন্ধন শেষে বিক্ষোভ মিছিলও করেন তারা। বিক্ষোভ মিছিলটি ক্যাম্পাসের প্রধান ফটক থেকে শুরু হয়ে পুরো ক্যাম্পাস প্রদক্ষিণ করে শেষ হয়। এ সময় নেতাকর্মীরা ‘আমার ভাই কবরে, খুনি কেন বাহিরে’, ‘ফাঁসি! ফাঁসি! চাই, খুনিদের ফাঁসি!’, ‘আমার ভাইয়ের রক্ত বৃথা যেতে দেব না’সহ বিভিন্ন স্লোগান দিতে থাকেন।
তিতুমীর কলেজ ছাত্রদলের আহ্বায়ক ইমাম হোসেন বলেন, ‘ছাত্রদলের একজন ত্যাগী কর্মী জাহিদুল পারভেজকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। এই হত্যাকারীরা এক সময় ছাত্রলীগে ছিল, এখন তারা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে যুক্ত হয়েছে। হত্যাকাণ্ডে জড়িত দুই ছাত্রীসহ সংশ্লিষ্ট সবাইকে অবিলম্বে গ্রেপ্তার করে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে।’
তিনি আরও হুঁশিয়ারি দেন, ‘যদি প্রশাসন চুপ থাকে ও কোনো ব্যবস্থা না নেয়, তাহলে তিতুমীর কলেজ ছাত্রদল প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ে গিয়ে কর্মসূচি দিতে বাধ্য হবে। মনে রাখবেন তিতুমীর কলেজ থেকে প্রাইম এশিয়া ক্যাম্পাস বেশি দূরে নয়।’
সংগঠনটির যুগ্ম আহ্বায়ক মো. রিমু হোসেন বলেন, ’২৪ সালের আন্দোলনের পর আমরা আর কোনো রক্তাক্ত ক্যাম্পাস দেখতে চাই না। পারভেজ হত্যার ৪৮ ঘণ্টা পেরিয়ে গেলেও এখনো কেউ গ্রেপ্তার হয়নি, যা অত্যন্ত উদ্বেগজনক। আমরা প্রশাসনের কাছে দ্রুত বিচার দাবি করছি।’
ছাত্রদলের পক্ষ থেকে দ্রুত তদন্ত ও দোষীদের আইনের আওতায় আনার দাবি জানানো হয় মানববন্ধন থেকে।
মন্তব্য করুন