গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনে গুম এবং ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে শহীদদের পরিবারকে সঙ্গে নিয়ে ব্যতিক্রমধর্মী পহেলা বৈশাখ উদযাপন করেছে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় জাতীয়তাবাদী বগুড়া পরিবার।
সোমবার (১৪ এপ্রিল) বিকেলে রাজধানীর শেরেবাংলা নগরে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে এ অনুষ্ঠান হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মানবাধিকার বিষয়ক উপদেষ্টা ব্যারিস্টার আবু সায়েম, শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর আব্দুল লতিফ, ‘আমরা বিএনপি পরিবার’-এর উপদেষ্টা মো. আবুল কাশেম, শেকৃবি সাদা দলের সভাপতি প্রফেসর আমিনুজ্জামান রিপন, ছাত্র-পরামর্শক প্রফেসর আশাবুল হক, ‘আমরা বিএনপি পরিবার’-এর সদস্য সচিব কৃষিবিদ মোকছেদুল মোমিন মিথুন, জাতীয় প্রেস ক্লাবের স্থায়ী সদস্য জাহিদুল ইসলাম রনি, বেসরকারি টেলিভিশন চ্যানেল গ্লোবাল টিভি’র হেড অব নিউজ মুতাসিম ফেরদৌস মামুন, নিউজ টুয়েন্টি ফোর-এর প্রধান বার্তা সম্পাদক আজিজুর রহমান কিরন ও এটিএন নিউজ-এর ‘হেড অব ডিজিটাল’ মোহাম্মদ মহসিনুর রহমান বাদল প্রমুখ।
বৈশাখ উদযাপনের এই অনুষ্ঠানে আওয়ামী লীগ আমলে গুমের শিকার এবং ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে শহীদ দুটি পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।
২০১৩ সালে গুম হওয়া জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের মোহাম্মদ কাওসারের স্ত্রী-কন্যা এবং ২০২৪ সালের ১৯ জুলাই মোহাম্মদপুরে পুলিশের গুলিতে শহীদ সৈকতের পিতা উপস্থিত ছিলেন।
মন্তব্য করুন